সেজে উঠেছে দীঘা। আগামিকাল থেকে শুরু হচ্ছে বেঙ্গল বিজনেস কনক্লেভ দীঘা। এবার কনক্লেভে উপস্থিত থাকবেন ১২০০ জন প্রতিনিধি। ১৮টি দেশ থেকে প্রায় ৫০ জন বিদেশি প্রতিনিধি এবার যোগ দিচ্ছেন কনক্লেভে।
দেশি ও বিদেশি প্রতিনিধিদের শহরের ৮ টা হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রতিনিধিদের আসার জন্য ৫টি হেলিপ্যাড তেরি করা হয়েছে। এবার কনক্লেভে ফোকাস থাকছে মূলত সমুদ্র উপকূলবর্তী পর্যটনের উপর। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপরও জোর দেওয়া হবে বলে জানা যাচ্ছে।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিঘায় উপস্থিত হয়েছেন। সঙ্গে ছিলেন কাঁথির সাংসদ তথা দীঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিশির অধিকারী, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, সভাধিপতি দেবব্রত দাস, জেলা শাসক পার্থ ঘোষ, পুলিশ সুপার ভি সোলেমন নিশাকুমার প্রমুখ। কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক চক্রবর্তী বলেন, “সপ্তাহ শেষে দিঘায় পর্যটকদের ভিড় বেড়ে যায়। তাই শিল্প সম্মেলনের আগে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য দিঘা শহর সহ সৈকতজুড়ে কড়া পুলিশি নজরদারি শুরু হয়েছে।” রাজ্যে শিল্পে বিনিয়োগের পরিস্থিতি যে রয়েছে, তা তুলে ধরতেই ২০১৫ সাল থেকে বাণিজ্য সম্মেলন শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১১ ডিসেম্বর, বুধবার বেলা ১২টায় লাঞ্চের পর আড়াইটে থেকে শুরু হবে বাণিজ্য সম্মেলন। সেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও বিশিষ্ট শিল্পপতি ও শিল্প সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। বিকেল পাঁচটায় যাত্রানালার মাঠে তৈরি হওয়া সাংস্কৃতিক মঞ্চে হবে সঙ্গীতানুষ্ঠান। পরের দিন, বৃহস্পতিবার সকাল থেকে বি টু বি, জি টু বিতে অংশ নেবেন শিল্পসংস্থাগুলির প্রতিনিধিরা। পরিকাঠামো, আইটি, পর্যটন, নগরায়ন সেক্টর নিয়ে কনক্লেভে আলোচনা হবে। কয়েকটি মউ-ও স্বাক্ষরিত হতে পারে বলে জানা গিয়েছে। বেলা দু’টোয় হবে সমাপ্তি অনুষ্ঠান।