লোকসভায় ধ্বনিভোটে পাশ হল নাগরিকত্ব সংশোধনী বিল। বিরোধীদের প্রবল হই হট্টগোলের মধ্যেই পাশ হল এই বিল। এই বিলের পক্ষে ভোট পড়েছে ২৯৩টি৷ বিপক্ষে ৮২৷ মোট ৩৭৫ জন ভোট দিয়েছেন৷ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি বিলের একাধিক অংশ নিয়ে আপত্তি তোলেন।
তিনি অভিযোগ করেন, আমাদের দেশের সংখ্যালঘু মানুষদের লক্ষ্য করেই এই বিলটি বানানো হয়েছে। বিলটি ‘অসাংবিধানিক’ এবং ‘বিভেদ সৃষ্টিকারী’ বলেও ব্যাখ্যা করেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ও।
লোকসভায় সরকারের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে৷ ফলে মোদী ও অমিত শাহকে বিল পাশ করাতে কোনও বেগ পেতে হয়নি৷ এবার রাজ্যসভায় হবে আসল পরীক্ষা৷ সেখানে সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই৷ মোদী-শাহ কী চাল চালেন, সেটাই দেখার৷ গত বুধবার বিলটি সংসদে পেশ করার ব্যাপারে সবুজ সংকেত দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। তার পর থেকেই এর বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। তাঁদের তুমুল হট্টগোলের মধ্যে লোকসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল৷