আজ লোকসভায় বিরোধী দলগুলির বিরোধিতা সত্ত্বেও পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধন বিল। তবে রাজ্যসভায় এই বিল এখনও পাশ হয়নি এর মধ্যেই এনআরসি আতঙ্কে উত্তাল হল উত্তরবঙ্গের মালদহ। আধার কার্ড সংশোধন ঘিরে তুলকালাম বাঁধল হরিশ্চন্দ্রপুরের ভালুকায়। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ভাঙচুর চালাল ক্ষিপ্ত জনতা। খবর পেয়ে হরিশচন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভালুকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আধার কার্ড সংশোধন ও নতুন আধার কার্ড তৈরির কাজ চলছে। সোমবার সকালে এলাকার কয়েক হাজার মানুষ ব্যাঙ্কের সেই শাখার সামনে লাইনে দাঁড়ান। ব্যাঙ্ক খুলতেই স্থানীয় বাসিন্দারা জানতে পারেন মাত্র ৫০ জনের আধার কার্ড সংশোধন কিংবা নতুন করে আধার কার্ড তৈরির কাজ হবে। এ কথা জানতে পেরেই হুড়োহুড়ি শুরু করে দেন তাঁরা। হুলুস্থুল পড়ে যায় ব্যাঙ্ক চত্বরে। উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ওই শাখায় ভাঙচুর শুরু করে। গোটা এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এনআরসি আতঙ্কে ভুগছেন হরিশ্চন্দ্রপুরের মানুষ। নিজেদের সঠিক পরিচয়পত্রের জন্য এদিক-ওদিক ছুটছেন তাঁরা। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আধার কার্ড সংশোধনের কাজ হচ্ছে জানতে পেরে এ দিন সকালে সেখানে গিয়েছিলেন। তবে খুবই অল্প সংখ্যক মানুষের কাগজ ঠিক করা হবে জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন সবাই। তাঁরা দাবি করেন, গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের মাধ্যমে এলাকাভিত্তিক আধার কার্ড সংশোধনের কাজ শুরু হোক।