নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল উত্তর-পূর্বের রাজ্যগুলি। আসাম-সহ বিভিন্ন এলাকায় দু দিনের বন্ধের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। রাস্তায় নেমে চলছে স্লোগান, মিছিল। বিক্ষোভে সরব ছাত্রছাত্রীরা।
ছাত্রদের সংগঠন নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন নাগরিকত্ব বিলের প্রতিবাদে গোটা উত্তর-পূর্বে বন্ধের ডাক দিয়েছে। এ ছাড়াও সোমবার আসামে বন্ধের ডাক দিয়েছে অল কোচ রাজবংশী স্টুডেন্টস ইউনিয়ন, অল আসাম চুটিয়া স্টুডেন্টস ইউনিয়ন এবং অল মোরান স্টুডেন্টস ইউনিয়ন।
অল কোচ রাজবংশী স্টুডেন্টস ইউনিয়নেরর সাধারণ সম্পাদক গোকুল বর্মন জানিয়েছেন, নাগরিকত্ব বিলের বিরুদ্ধে এবং দীর্ঘদিনের দাবি মেটানোর দাবিতে তাঁদের লড়াই। আসামের ৬ ওবিসি সম্প্রদায়ের মানুষকে এসটি তকমা দেওয়ার দাবি জানিয়ে আসছেন তাঁরা। বর্মনের কথায়, ‘আমরা নাগরিকত্ব বিল চাই না। বিজেপির সরকার এই সাম্প্রদায়িক ও অসাংবিধানিক বিল পাশে এতটা তত্পর, অথচ আমাদের এসটি তকমা দেওয়ার প্রতিশ্রুতি রক্ষার ব্যাপারে তারা গড়িমসি করছে। কেন্দ্র ও রাজ্য সরকারকে সতর্ক করতেই এই বন্ধ। তারা বুঝুক দাবি না-মানলে আরও কত কঠিন দিন তাদের দেখতে হবে।’
অপরদিকে, গোটা উত্তর-পূর্ব জুড়ে ডাকা বন্ধ আরও জোরদার হতে চলেছে মঙ্গলবার থেকে। কারণ এই বন্ধে পূর্ণ সমর্থন দিয়েছে ৩০টি স্বশাসিত সংগঠন।