কেন্দ্রের একের পর এক জনবিরোধী পদক্ষেপের জেরে দেশের আর্থিক অবস্থার তুমুল অবনতি ঘটেছে। বেসরকারিকরণ হয়েছে এবং হতে চলেছে একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার। এবার আর্থিক ঘাটতি সামাল দেওয়ার জন্যে শেষ অবধি শিক্ষা খাতে বরাদ্দ কমাতে চলেছে কেন্দ্র।
দেশের আর্থিক অবস্থার এবার হয়তো সরাসরি পড়তে চলেছে ছোট্ট ছোট্ট শিশুদের ওপর। তাদের পড়াশুনায় এবার জোর ধাক্কা লাগতে পারে। কারণ, আসন্ন বাজেটে শিক্ষায় বরাদ্দ টাকা থেকে প্রায় ৩০০০ কোটি টাকা কমিয়ে দিতে পারে কেন্দ্রীয় সরকার! এই খবর স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।
সূত্রের খবর, কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যথার্থ ফান্ডের অভাবে সরকারকে শিক্ষাক্ষেত্র থেকে বরাদ্দ ৩০০০ কোটি টাকা কমাতে হচ্ছে পরবর্তী বাজেট থেকে। ২০১৯-২০ বাজেটের জন্য প্রথমে ৫৬,৫৩৬ কোটি টাকা বরাদ্দ করা হলেও দু’সপ্তাহের মধ্যেই মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এবং অর্থমন্ত্রক বৈঠক করে সেই বরাদ্দ টাকা থেকে ৩০০০ কোটি টাকা কমিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে জানা যাচ্ছে, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক বৈঠক করলেও এই বরাদ্দ কমানোর বিষয়ে তারা একমত নয়। কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিসাঙ্ক জানিয়েছেন, উন্নয়ন মন্ত্রক অর্থমন্ত্রককে পুরো বরাদ্দ দিতেও জোর করছে কারণ স্কুলশিক্ষা দফতরের নিজেদের জন্য ফান্ড পাওয়ার আরও কোনও জায়গা নেই। উচ্চশিক্ষা দফতর এইচইএফএ বা হাইয়ার এডুকেশন ফাইনান্স এজেন্সি থেকে বরাদ্দ পেলেও স্কুল শিক্ষা দফতর অন্য কোথাও থেকে পায় না।