গতকালই উত্তরপ্রদেশের উন্নাওয়ের নির্যাতিতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। কিন্তু কালকেই সেখানে এমনই এক ঘটনা ঘটল, যার ফলে আরও এক অন্ধকার দিনের সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। গোটা দেশ যখন উন্নাওয়ের ধর্ষিতার প্রয়াণে শোকাহত, ঠিক তখনই ওই রাজ্যে ১৭ বছরের এক কিশোরীকে তাঁর মূক-বধির মায়ের সামনে ধর্ষণ করল এক প্রতিবেশী। এই ঘটনার পর নিগৃহীতা কিশোরী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।
ওই নাবালিকাকে কেজিএমইউ ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। ডাক্তার জানিয়েছেন, সে এখন বিপন্মুক্ত। রবিবারই পুলিশ অভিযুক্ত সর্বেশ রাওয়াত (৩২)-কে গ্রেফতার করেছে। ভারতীয় দণ্ডবিধির ধর্ষণ ও পকসো ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই বিজনরে আরও একটি ধর্ষণের অভিযোগ দায়ের হয়। সেখানে স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে ২০ বছরের এক তরুণের বিরুদ্ধে। পুলিশ এফআইআর দায়ের করেছে। মেয়েটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এখানেই শেষ নয়। শনিবারই বাদাউনে বিলসি থানার অন্তর্গত একটি গ্রামে ১৬ বছরের এক কিশোরীকেও অপহরণ করে ধর্ষণ করা হয়েছে। মেয়েটির বাবা থানায় অভিযোগ দায়ের করে জানিয়েছেন, দেবেন্দ্র নামে এক তরুণ ও তার দুই বন্ধু বিকাশ ও সদরপাল তার মেয়েকে অপহরণ করে ধর্ষণ করেছে। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।