সাংবিধানিক এক্তিয়ার থেকে বেরিয়ে রাজ্যে সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন তিনি। বেশ কিছুদিন এই অভিযোগ উঠছে রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে। কিন্তু তাতেও দমে না গিয়ে, রাজ্যের তৃণমূল সরকারের কাজ নিয়ে একের পর এক মন্তব্য করেই চলেছেন তিনি। যেমন সম্প্রতি তিনি এই মন্তব্য করেছিলেন যে, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে আলোচনা করে তিনি জিএসটি সংক্রান্ত কয়েকটি সমস্যা মিটিয়েছেন। তবে এবার ধনকড়ের সেই দাবি পুরোপুরি নস্যাৎ করে দিলেন স্বয়ং রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
রবিবার তিনি বলেন, রাজ্যপাল এটা বলে থাকলে আমি স্তম্ভিত ও বিস্মিত। বাস্তবের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। জিএসটি-র ব্যাপারে রাজ্যপালের কোনওরকম এক্তিয়ারই নেই। তাই আমার সঙ্গে এ ব্যাপারে আলোচনার কোনও প্রশ্নই উঠে না। অর্থমন্ত্রী জানিয়েছেন, বাংলায় রাজ্যপালের দায়িত্ব নিয়ে আসার পর মাসতিনেক আগে তিনি রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। সেখানে পুরোপুরি সৌজন্যমূলক আলোচনা হয়েছিল। জিএসটি বা কোনও প্রশাসনিক প্রসঙ্গ ওঠেনি। অমিতবাবু বলেন, সেটাই ছিল জগদীপ ধনকারের সঙ্গে আমার প্রথম মুখোমুখি দেখা হওয়া।
প্রসঙ্গত, শনিবারই বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্সের অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনকড় দাবি করেন, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয়। তাঁর সঙ্গে আলোচনা করেই জিএসটি সংক্রান্ত দু’-তিনটি সমস্যা তিনি মিটিয়ে দিয়েছেন। এভাবে অন্য কোনও সমস্যা মেটাতেও তিনি আগ্রহী আছেন বলে জানিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু অমিত মিত্র সাফ জানিয়ে দিয়েছেন, জিএসটি সম্পূর্ণভাবে রাজ্যপালের এক্তিয়ার বহির্ভূত বিষয়। কোনও রাজ্যপালই জিএসটি নিয়ে মন্তব্য করেন না। রাজ্যপাল এ ব্যাপারে কিছু বলে থাকলে, সেটা কেন করলেন, তাতে অবাক হচ্ছি।
অমিত মিত্রর কথায়, দেশের সংবিধান, আইন অনুযায়ী জিএসটি সংক্রান্ত কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে একমাত্র জিএসটি কাউন্সিলের। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পদধিকার বলে এই কাউন্সিলের চেয়ারপার্সন। রাজ্যের অর্থমন্ত্রীরা এই কাউন্সিলের সদস্য। জিএসটি কার্যকর হওয়ার আগে পর্যন্ত এই সংক্রান্ত একটি এমপাওয়ারড কমিটি ছিল। অমিত তাঁর চেয়ারম্যান ছিলেন। জিএসটি সংক্রান্ত কোনও নিয়ম, নীতি, করের হার পরিবর্তন করতে হলে কাউন্সিলের অনুমোদন লাগে।
জিএসটি কাউন্সিলের সঙ্গে একটি ‘ফিটমেন্ট কমিটি’ আছে। এই কমিটির নেতৃত্বে আছেন কেন্দ্রীয় রাজস্ব সচিব। রাজ্যের অর্থসচিবরা ওই ফিটমেন্ট কমিটির সদস্য। কোনও বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার আগে তা নিয়ে প্রথমে ফিটমেন্ট কমিটির বৈঠকে আলোচনা হয়। সেখানে জিএসটি কাউন্সিলের বৈঠকে ‘এজেন্ডা’ তৈরি হয়। তারপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও রাজ্যের অর্থমন্ত্রীদের উপস্থিতিতে জিএসটি কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ১৮ ডিসেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠক আছে। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রাজ্যের অর্থমন্ত্রী জানিয়েছেন, কয়েকদিন আগে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী সংসদে জানিয়েছেন, জিএসটি জালিয়াতি করে প্রায় ৪৪ হাজার কোটি টাকা সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। কীভাবে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে, এটা আটকানোর ব্যাপারে সরকার কী ভাবছে, সে ব্যাপারে অমিতবাবু ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা জিএসটি কাউন্সিলের চেয়ারপার্সন নির্মলা সীতারামনকে চিঠি দিয়েছেন।
জালিয়াতি করে রাজস্ব ফাঁকি দেওয়া হলে, তাতে রাজ্য সরকারেরও আর্থিক ক্ষতি হয়। কর বাবদ রাজ্য সরকারের যে আয় হয়, তার প্রায় ৬০ শতাংশ জিএসটি থেকে আসে।অমিতের বক্তব্য, এটা নিয়ে কোনও প্রশ্নই নেই যে জিএসটি সংক্রান্ত কোনও বিষয়ে বিরোধ, বিবাদ প্রভৃতি দেখা দিলে, তার নিষ্পত্তি কাউন্সিলের মাধ্যমেই করতে হবে। রাজ্যপালের এ ব্যাপারে হস্তক্ষেপ করার কোনও সুযোগ নেই। তাই রাজ্যপাল আচমকাই কেন এরকম একটা দাবি করলেন, সেটা তাঁর বোধগম্য হচ্ছে না বলেই জানিয়েছেন তিনি।