হায়দ্রাবাদে পশু চিকিত্সক ধর্ষণ-খুনে চার অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর ঘটনাতে খুশি নির্ভয়ার মা। ২০১২ সালে নৃশংস ধর্ষণের পর মৃত নির্ভয়ার মা আশা দেবী এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘অন্তত একজন কন্যা সুবিচার পেল। আমি পুলিশকে ধন্যবাদ জানাব। অপরাধীদের শাস্তির দাবিতে আমি ৭ বছর ধরে চিত্কার করে যাচ্ছি। বলছি, প্রয়োজনে সমাজের স্বার্থে আইন ভাঙুন। কেউ শুনছে না। এই এনকাউন্টারে আমার ক্ষতে কিছুটা মলম পড়ল”।
পুলিশের শীর্ষ সূত্র জানিয়েছে, অভিযুক্ত মহম্মদ আরিফ, নবীন, শিবা ও চেন্নাকেসাভুলুর এনকাউন্টারে মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, ভোর রাতে ঘটনার পুনর্নির্মাণ করার জন্য অভিযুক্তদের অপরাধস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। তখনই পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে হেফাজত থেকে পালানোর চেষ্টা করে চার অভিযুক্ত। তখনই ৪৪ নং জাতীয় সড়কের উপর শুরু হয় এনকাউন্টার। পুলিশের গুলিয়ে মৃত্যু হয় চার অভিযুক্তেরই।
হায়দ্রাবাদের নিহত পশু চিকিত্সকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আশা দেবী বলেছেন, তাঁর বাবা-মা নিশ্চয়ই খুব স্বস্তি পেয়েছে। তাঁদের কন্যা সুবিচার পেল।