আশা ছিল অনেক। কিন্তু তা পূরণ করতে ব্যর্থ চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের হিসেব। সারা দেশ তাকিয়ে ছিল এই হিসেবের দিকে। দেশের অর্থনীতির বাজার তলানিতে ঠেকেছে। তা থেকে মুক্তির পথ খুঁজতে ব্যর্থ মোদী সরকার। কিন্তু কোনো আশার বাণী শোনাতে পারলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর খতিয়ানে দেখা গিয়েছে জুলাই থেকে অগস্ট মাস পর্যন্ত অভ্যন্তরীণ মোট উৎপাদন তথা জিডিপি বেড়েছে মাত্র ৪.৫ শতাংশ হারে। সাম্প্রতিক অর্থনীতির এই হাল নিয়ে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
শনিবার টুইট করে প্রিয়াঙ্কা লেখেন, “প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়েছে। বছরে দু’কোটি বেকারের কর্মসংস্থান হবে, অচ্ছে দিন আসবে, দেশে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরি হবে—একটাও পূরণ হয়েছে?” তিনি ওই টুইটে আরও লেখেন, “জিডিপি এসে ঠেকে ৪.৫ শতাংশে। গোটা বিজেপির ব্যর্থতার জন্য গোটা দেশটা ছারখার হয়ে গেল।”
এদিন অর্থনীতির হাল নিয়ে জেল থেকে তোপ দেগেছেন প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমও। চিদম্বরমের হয়ে তাঁর পরিবার এদিন একটি টুইট করেছে। তাতে প্রাক্তন অর্থমন্ত্রী বলেছেন, “অনেকেই আশঙ্কা করেছিলেন, জিডিপি-র হার কমবে। বাস্তবে দেখা গিয়েছে দ্বিতীয় ত্রৈমাসিকে তা কমে দাঁড়িয়েছে ৪.৫ শতাংশ। তারপরেও সরকার বলে যাচ্ছে, অল ইজ ওয়েল। মনে হচ্ছে, তৃতীয় ত্রৈমাসিকে অবস্থা আরও খারাপ হবে।”