লোকসভা নির্বাচনের পর থেকে গোটা দেশ তথা রাজ্যেও চলছে গেরুয়া তান্ডব। কোথাও তাদের আক্রমণের শিকার হচ্ছেন সাধারণ মানুষ আবার কোথাও অ-বিজেপি দলের নেতা-কর্মীরা। এবার এই সন্ত্রাসের এক টুকরো চিত্র দেখল ভাঙর। এলাকার এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল বিজেপিতে আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ওই পঞ্চায়েত সদস্যর পরিবারের কোনও ক্ষয়ক্ষতি না হলেও ঘন বসতিপূর্ণ এলাকায় এ ধরনের বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত সদস্য সোনালি বাছাড়।
তাঁর অভিযোগ, শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ তিনি যখন ঘুমাচ্ছিলেন, সেই সময় বারান্দার সিঁড়ির কাছে বোমা ফাটার জোরালো শব্দে চমকে ওঠেন। ভয়ে কান্নাকাটি শুরু করে দেয় তাঁর মাধ্যমিক পড়ুয়া একমাত্র ছেলে।প্রতিবেশীদের সঙ্গে নিয়ে পঞ্চায়েত সদস্যের স্বামী বাইরে বেরিয়ে দেখেন বারান্দা লক্ষ্য করে একটি কৌটো বোমা ছোড়া হয়েছিল। সেটি সিঁড়িতে আঘাত করে সশব্দে ফেটে গেছে। জরদার কৌটোর টুকরো, স্টোনচিপ, সুতুলি, রাসায়নিক সব পড়ে আছে চারিদিকে।ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ভোগালি ২-এর প্রধান মোদাদসের হোসেন ঘটনাস্থলে যান। তিনি বলেন, ‘বিজেপির লোকেরা এলাকায় অশান্তি সৃষ্টি করার জন্য এসব করে বেড়াচ্ছে। পুলিশ নিশ্চয়ই অপরাধীদের ধরবে।’