মাত্র তিন আসনের উপনির্বাচনের ফল প্রকাশ আজ। কিন্তু এই দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল৷ কারণ এই উপনির্বাচন তো শুধু উপনির্বাচন নয়। এ হল আদতে ২০২১-এর বিধানসভা নির্বাচনের কোয়ার্টার ফাইনাল। তাই এর ফলাফলের ওপর নির্ভর করছে অনেক কিছু। বাংলার রাজনীতির হাওয়ামোরগ কোনদিকে মুখ করে আছে, তা এখন অনেকটাই পরিষ্কার কালিয়াগঞ্জের ফলে। এই কেন্দ্রে ২৩০৪ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ।
প্রসঙ্গত, খড়গপুর সদর, করিমপুর, কালিয়াগঞ্জ- এই তিন আসনে ভোটগ্রহণ হয়েছিল গত ২৫ নভেম্বর। আজ সকাল ৮ থেকে শুরু হয় ভোট গণনা। কালিয়াগঞ্জের ফল প্রকাশ হলেও এখনও নাকি দুই আসনে এগিয়ে রাজ্যের শাসক দল। করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে পিছনে ফেলে ২৮১০২ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়। খড়গপুরেও বিজেপিকে পিছনে ফেলে ১৩১৪২ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। এই দুই কেন্দ্রের প্রবণতাই বলে দিচ্ছে উপনির্বাচনে তিনে তিন করার পথে তৃণমূল।