সমাজের সর্বস্তরের মানুষের জন্য দরাজহস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজের সব শ্রেণীর মানুষের কথা ভাবেন তিনি। সোমবার বাংলার উদ্বাস্তুদের অধিকার প্রদানের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সেইসঙ্গে রাজ্যের চাষি ও তাঁতিদের জন্যও জনমুখী প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বাংলার সকল কৃষককে শস্যবিমা দেবে রাজ্য সরকার। ‘কৃষকবন্ধু’ প্রকল্পে মাধ্যমে রাজ্যের কৃষকদের এককালীন ৫০০০ টাকা করে দেয় রাজ্য সরকার। এবার সকল কৃষককে আনা হচ্ছে শস্যবিমার আওতায়।
শুধু কৃষকদের জন্য নয়, রাজ্যের তাঁতিদের জন্যও উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী ৩ বছর বাংলার সমস্ত তাঁতিদের কাছ থেকে জামাকাপড় ও বিছানার চাদর কিনবে রাজ্য সরকার। সেই পোশাক প্রাকৃতিক দুর্যোগের সময় অসহায় মানুষদের মধ্যে বণ্টন করা হবে।
‘দিদিকে বলো’ কর্মসূচী নিয়ে যথেষ্ট ইতিবাচক সাড়া পেয়েছেন। বিশেষত গ্রামাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা দূর করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে মমতার সরকার৷ এবার বাংলার চাষি ও তাঁতিদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী।