শনিবার সকালেই মহানাটকীয় মোড় নেয় মহারাষ্ট্রের রাজনীতি। বিগত একমাস ধরে চলা টানাপোড়েনের পর কংগ্রেস-এনসিপি-সেনার জোট সরকার যখন প্রায় নিশ্চিত হয়ে যায়, যেদিন উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে এনসিপি, ঠিক তার পরের দিন ভোরেই উদ্ধবদের মুখের গ্রাস কেড়ে নিয়ে সাতসকালেই মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপির দেবেন্দ্র ফডনবিশ। এই ঘটনার পরই রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কং-এনসিপি-সেনা। আগামীকাল সেই মামলার রায় দেবে আদালত। কিন্তু ইতিমধ্যেই এ নিয়ে সংসদের বাইরে সরব হয়েছে কংগ্রেস-সহ বিরোধীরা। ‘গণতন্ত্র হত্যা হয়েছে’ বলে স্লোগান তুলতে থাকে কংগ্রেস। তাঁদের দাবি, এইভাবে গণতন্ত্রকে হত্যা করা বন্ধ করুক বিজেপি।
সংসদের ভিতরেও বলতে উঠে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘আমি সংসদে একটি প্রশ্ন করতে চেয়েছিলাম, কিন্তু এখানে প্রশ্ন করার আর কোনও মানে রয়েছে বলে মনে হয় না আমার। তার কারণ মহারাষ্ট্র ইস্যুতে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।’