ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ও টি২০ সিরিজের জন্য ভারতীয় নির্বাচক মণ্ডলী দল ঘোষণা করেছেন। কিন্তু সেই দলে রাখা হয়নি সঞ্জু স্যামসনকে। শুধু তাই নয়, বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে দলে রাখা হলেও একটিও ম্যাচ খেলেননি সঞ্জু। তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীকে নির্বাচক বদলের আর্জি জানালেন ভাজ্জি।
সঞ্জুকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হল কেন এই নিয়ে প্রশ্ন ছুঁড়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর৷ নির্বাচকরা কেন তাকে দল থেকে বাদ দিলেন তা নিয়ে প্রশ্ন করেছেন ক্রিকেটপ্রেমীরাও৷ এই ঘটনায় সরব ভাজ্জিও। সোজাসুজি এমএসকে প্রসাদ সহ বাকি নির্বাচকদের সরিয়ে দেওয়ার জন্য বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীকে আর্জি জানালেন হরভজন সিং। শশী থারুরের টুইট, রি-টুইট করে ভাজ্জি লেখেন, “আমার মনে হয় ওরা সঞ্জুর মন পরীক্ষা করছে। নির্বাচক প্যানেলের পরিবর্তন করা দরকার। আরও উপযুক্ত লোককে নির্বাচক হিসেবে দরকার। আশা করি দাদা যথাযথ পদক্ষেপ নেবেন”।
প্রসঙ্গত, সঞ্জু স্যামসনকে বাদ দেওয়া প্রসঙ্গে শশী থারুর টুইটে লেখেন, “খুব খারাপ লাগছে যে কোনও রকম সুযোগ না দিয়েই সঞ্জু স্যামসনকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হল। তিনটি টি২০ ম্যাচে ও শুধু জল বইল। ওরা কি ওর ব্যাটিং পরীক্ষা করছে না ওর মনের?”