আগামীকাল, অর্থাৎ সোমবারই রাজ্যে উপনির্বাচন। করিমপুর, খড়গপুরে ভোটের দিন ঘোষণা আগেই করেছিল নির্বাচন কমিশন। আর ভোটের ঠিক আগেই বিজেপি নেতৃত্বের অন্দরে স্পষ্ট ভাঙনের ইঙ্গিত। বিজেপি জিতলে খড়গপুরের আরও সর্বনাশ হবে বলে সুর চড়ালেন উপনির্বাচনের নির্দল প্রার্থী তথা প্রাক্তন বিজেপি নেতা প্রদীপ পট্টনায়েক।
খড়গপুরের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে লড়েছিলেন। তিনি জিতে যাওয়ায় আপাতত ওই আসনটি ফাঁকা। তাই সেখানেই উপনির্বাচন হবে সোমবার। এই উপনির্বাচনের নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ছেন প্রদীপ পট্টনায়েক। তিনি একসময় ওতপ্রোতভাবে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে ‘বিজেপি হাটাও খড়গপুর বাঁচাও’ নামে একটি সংগঠন তৈরি করেছেন তিনি। শনিবার শেষ প্রচারে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ওই নির্দল প্রার্থী। তিনি বললেন, “বিজেপি জিতলে এখানে আরও সর্বনাশ হয়ে যাবে। বিজেপি এখানে জিতে গেলে খড়গপুরের দুর্ভাগ্য হবে। তাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমি বিজেপির বিরুদ্ধেও লড়াই করছি।”
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভোটের জয়ের নেপথ্য কাহিনি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ব্যক্তিগত ক্যারিশ্মাকে কাজে লাগিয়ে দিলীপ ঘোষ ভোটে জেতেননি বলেই অভিযোগ প্রদীপ পট্টনায়েকের। তাঁর পাল্টা দাবি, “লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষ নিজের ক্ষমতাতে জেতেননি। মানুষ মোদীকে চেয়েছিলেন তাই মানুষ বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছিলেন।” খড়গপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝাঁ। ভোটের আগে তাঁকেও আক্রমণ করতে ছাড়েননি নির্দল প্রার্থী। দিলীপ ঘোষ এবং প্রেমচাঁদ ঝাঁকে ‘মহিষাসুর’ বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর অভিযোগ, “ওই দুই বিজেপি নেতা খড়গপুরের বাসিন্দাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।”
অভিমানের সুরে নির্দল প্রার্থী হিসাবে উপনির্বাচনে লড়ছেন ঠিকই। তবে তিনি আজীবন বিজেপিতে ছিলেন, আছেন, থাকবেন বলতেও দ্বিধাবোধ করেননি প্রদীপ পট্টনায়েক। দলের অন্দরের কোন্দল নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ফিসফিসানি শুরু হয়েছে। তবে এ বিষয়ে দিলীপ ঘোষ কিংবা দলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু ভোটের আগেই প্রাক্তন বিজেপি নেতার এহেন বক্তব্যে যে অস্বস্তিতেই পড়েছে রাজ্য বিজেপি, তা বেশ পরিষ্কার।