শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী বিল আনতে পারে মোদী সরকার। এ নিয়ে আগে থেকেই তুলকালাম হওয়ার সম্ভাবনা ছিলই। এমনকী অধিবেশন শুরুর আগেই তা মুলতুবি করার জন্য প্রস্তাবের নোটিশও দিয়ে রেখেছিল কংগ্রেস ও শিবসেনা। গতকাল শীতকালীন অধিবেশন শুরু হতেই দেখা গেল প্রত্যাশা মতোই শোরগোল পড়ে গেল সংসদে। এই একই চিত্র দেখা গেল আজ অধিবেশনের দ্বিতীয় দিনেও। শুরুতেই উত্তপ্ত হয়ে উঠল সংসদ। যার জেরে আজ দুপুর ২টো পর্যন্ত মুলতুবি রইল রাজ্যসভা।
বিরোধীদের রণং দেহি মেজাজ বোঝা গিয়েছিল সোমবারই। আজ মঙ্গলবার প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদের উভয় কক্ষ। ওয়েলে লোকসভায় স্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা। রাজ্যসভাতেও চলছে স্লোগান-বিক্ষোভ।
মঙ্গলবার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে একাধিক বিল পেশ হচ্ছে সংসদে। তার মধ্যে অন্যতম জালিয়ানওয়ালাবাগ ন্যাশনাল মেমোরিয়াল অ্যামেন্ডমেন্ট বিল ২০১৯। বাদল অধিবেশনে বিরোধীদের ওয়াকআউটের মধ্যেই ধ্বনিভোটে লোকসভায় বিলটি পাশ হয়েছিল। নয়া বিলে জালিয়ানওয়ালাবাগের ট্রাস্টি হিসেবে কংগ্রেস সভাপতির নাম তুলে দেওয়ার প্রস্তাব রয়েছে।
তারওপরে রাজ্যসভার ক্ষমতা ছাঁটাই নিয়েও উত্তপ্ত ছিল রাজ্যসভা। আজ অধিবেশনের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুপুর ২টোর পরে দ্বিতীয় দিনের কাজ কতটা সুষ্ঠু ভাবে এখন সেদিকেই নজর সকলের।