ঝড়ের রাতেই পৃথিবীর আলো দেখল এক শিশু। সেই শিশুর জন্মস্থান কোনো হাসপাতাল বা বাড়ির বিছানা নয়। বুলবুলের ত্রাণ শিবিরই হয়ে উঠেছে তার প্রসবালয়। ‘বুলবুলের’ দাপটের সময়ই কোলে এল ফুটফুটে এক কন্যা। বাবা-মা তাই শখ করেই মেয়ের নাম রাখলেন ‘বুলবুলি’!
শনিবার মধ্যরাতে বাংলাদেশের বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালির এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে কন্যা শিশুটির জন্ম হয়। ওই এলাকায় ঝড়ের প্রচন্ড দাপটের পূর্বাভাস ছিলই। তাই এলাকার সমস্ত মানুষকে নিয়ে আসা হয়েছিল আশ্রয়কেন্দ্রে। আর তালিকায় ছিলেন ওই অন্তঃসত্ত্বা মহিলাও।
কিন্তু প্রবল ঝড়ের সময়ই প্রসব বেদনা অনুভব করেন তিনি। সেই অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভবই ছিল না। ফলে সেখানেই কন্যা সন্তান প্রসব করেন তিনি। জানা গিয়েছে, মা-সন্তান দুজনেই সুস্থ আছেন। যেহেতু বুলবুলের মধ্যেই জন্ম, তাই সাধ করে মেয়ের নাম রাখা হয়েছে বুলবুলি।