কাল মধ্যরাতেই পেরিয়ে গিয়েছে সরকার গঠনের নির্ধারিত সময়। অথচ এখনও পর্যন্ত সমঝোতায় আসতে পারেনি বিজেপি-শিবসেনা। এমন পরিস্থিতিতে বৃহত্তম দল বিজেপিকেই মহারাষ্ট্রে সরকার গড়তে আহ্বান জানালেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি। শনিবার নির্ধারিত সময় পেরনোর আগেই ‘কেয়ারটেকার মুখ্যমন্ত্রী’ দেবেন্দ্র ফডনবিশ কে চিঠি লিখে সরকার গঠন প্রক্রিয়া শুরু করতে অনুরোধ জানান তিনি।
শনিবার রাতেই রাজভবনের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘গত ২১ অক্টোবর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন হয়েছে। ফলাফল ঘোষণা হয়েছে ২৪ অক্টোবর। তার ১৫ দিন পরও কোনও একটি দল বা জোট সরকার গঠনের দাবি নিয়ে এগিয়ে আসেনি। তাই রাজ্যপালকে পদক্ষেপ করতে হয়েছে। বৃহত্তম দল বিজেপিকে সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছেন তিনি।’
অন্য দিকে, এখনও ৫০:৫০ ফর্মুলায় অনড় রয়েছে শিবসেনা। মুখ্যমন্ত্রিত্ব ছাড়া অন্য কোনও কিছু নিয়ে আলোচনায় রাজি নয় তাঁরা। তবে রাজ্যপালের নিজে থেকে এই পদক্ষেপ গ্রহণকে সমর্থন জানিয়েছেন দলের নেতা সঞ্জয় রাউত। তাঁর কথায়, ‘‘সরকার গঠন নিয়ে অন্তত রাজ্যপাল তো পদক্ষেপ করলেন! বিজেপি বৃহত্তম দল, তাই সরকার গঠনের ওদেরই প্রথম দাবি জানানো উচিত।’’
তবে মুখে এ কথা বললেও, বিজেপিকে বিপাকে ফেলতেই সঞ্জয় তথা শিবসেনা এমন কথা বলছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, সরকার গঠন করলেও বিধানসভায় আস্থাভোটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বিজেপিকে। কিন্তু তার জন্য প্রয়োজনীয় আসনসংখ্যা নেই তাদের কাছে। তাই শিবসেনার ধারণা, শেষমেশ হয়তো তাদের দাবি মেনেই নেবে বিজেপি। আর যদি তা না হয়, সে ক্ষেত্রে কংগ্রেস এবং এনসিপির সঙ্গে আলোচনার রাস্তা খোলাই রয়েছে, যার মধ্যে আস্থাভোটে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে এনসিপি।