মঙ্গলবার দুপুর থেকেই বঙ্গ রাজনীতির ময়দানে বড় খবর, প্রিয় ‘দিদি’ মমতার বাড়ি গিয়ে তাঁর কাছ থেকে ভাইফোঁটা নিয়েছেন তাঁর একসময়ের সহ যোদ্ধা তথা ‘ভাই’ কানন। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ফলে গতকাল থেকেই এই জল্পনা শুরু হয়ে গিয়েছে যে, কী আলোচনা হয়েছে ‘দিদি’ ও ‘ভাই’য়ের মধ্যে? এটাই কি দলে ফেরার ইঙ্গিত? দীর্ঘদিন অজ্ঞাতবাসে থাকার পর একেবারে মুখ্যমন্ত্রীর বাড়িতে হাজির হয়ে শোভনের এই ভাইফোঁটা মোটেও ভাল চোখে দেখছে না বিজেপি। দলীয় সূত্রের খবর, শোভনের জবাবদিহি চেয়ে চিঠি দিতে চলেছে দল।
প্রসঙ্গত, মঙ্গলবার ভাইফোঁটার দুপুরে সকলকে চমমে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান শোভন-বৈশাখী। সেখানে শোভনকে ভাইফোঁটা দেন মমতা। উল্লেখ্য, বিজেপিতে যোগদানের পর থেকেই শান্তিতে ছিলেন না শোভন ও বৈশাখী। বিজেপিতে যোগ্য মর্যাদা পাচ্ছেন না বলে অভিযোগ তাঁদের। ফলে যোগদানের পরেও বিজেপির কোনও কর্মসূচীতে দেখা যায়নি তাঁদের। এখনও পর্যন্ত একবারই বিজেপির রাজ্য সদর দফতরে গিয়েছিলেন শোভন। সেদিনের ঘটনাক্রম নিয়েও বিবাদ রয়েছে। এরই মধ্যে মমতার বাড়িতে শোভনের হাজির হওয়াকে যে মোটেও ভাল চোখে দেখছে না বিজেপি, বুধবার মুরলিধর সেন স্ট্রিট সূত্রে সে খবরই মিলেছে। জানা গেছে, শোভনের জবাবের ওপর পরবর্তী পদক্ষেপ ঠিক করবে দল।