বড় প্রাপ্তি বাংলার। এবার থেকে খড়গপুর আইআইটিতে পড়ানো হবে ডাক্তারি।সম্প্রতি এমনই ঘোষণা করেছে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ। ধাপে ধাপে চালু হবে আইআইটি খড়গপুরের সুপারস্পেশালিটি হাসপাতালের ইনডোর পরিষেবা। আগামী বছর থেকেই চালু হবে আধুনিকমানের হাসপাতাল। নাম হবে, ডঃ বি সি রায় ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ। খড়গপুর থেকে এমবিবিএস এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি দেওয়া হবে।
খড়গপুরের কার্যনির্বাহী পরিচালক অধ্যাপক শ্রীমান কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন, হাসপাতালটি চালু হয়ে গেলে সেখানে প্রথম পর্যায়ে ৫০ জন শিক্ষার্থীর জন্য একটি এমবিবিএস প্রোগ্রাম চালু হবে। এই কোর্সের পাঠ্যক্রম চালু হবে এমসিআইয়ের নির্দেশনা অনুযায়ী।আরও জানা গেছে এমবিবিএস প্রোগ্রামে আসন সংখ্যা দ্বিতীয় পর্যায়ে ৫০ থেকে বাড়িয়ে ১০০টি করা হবে এবং শেষ পর্যন্ত সেখানে স্নাতকোত্তর ডিগ্রিও চালু করা হবে। শুধু তাই নয় স্বাস্থ্যসেবা ডেটা সায়েন্স এবং ডেটা অ্যানালিটিকসও হাসপাতালের প্রাথমিক পাঠ্য বিষয়গুলির মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।
প্রথম পর্যায়ে ৪০০টি শয্যা নিয়েই তারা পরিষেবা প্রদান শুরু করবে। চলতি বছরের শেষ নাগাদ বহির্বিভাগ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয় পর্যায়ে হাসপাতালের ক্ষমতা বাড়িয়ে ৭৫০ শয্যায় উন্নীত করা হবে। হাসপাতালটি অলাভজনক প্রতিষ্ঠানের একটি মডেল হিসাবেই পরিচালিত হবে। যদিও হাসপাতালের ১০ শতাংশ বেড বিনামূল্যে থাকবে। হাসপাতালের পরিচালন পর্ষদের নেতৃত্বে থাকবেন আইআইটি খড়গপুরের পরিচালক কমিটি ও ইনস্টিটিউটের সিনিয়র ফ্যাকাল্টির সদস্যরা।