শেখ কামাল ট্রফিতে আজ মোহন বাগানের মরণ-বাঁচন ম্যাচ। বুধবার মালদ্বীপের টিসি স্পোর্টসের বিরুদ্ধে শিলটন পালরা জিততে না পারলে প্রতিযোগিতার সেমি-ফাইনালে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে যাবে। প্রথম ম্যাচে মোহন বাগান এগিয়ে গিয়েও লাওসের অচেনা দল ইয়ং এলিফ্যান্টের কাছে হেরে যায়। ম্যাচের পর পরিস্থিতি সামলে নিতে কিবু ভিকুনা ৪৮ ঘণ্টা সময় পেয়েছেন। গত দু’দিন তিনি খতিয়ে দেখেছেন মোহন বাগান-ইয়ং এলিফ্যান্টের ম্যাচের ভিডিও ক্লিপিংস।
ভিডিয়ো রেকর্ডিং দেখিয়ে কিবু তাঁর ছেলেদের বোঝালেন ওই টিমের শক্তি ও দুর্বলতা। কিবু এ দিন চার পাঁচ দফায় মিটিং করে ফুটবলারদের বোঝান, ম্যাচ জেতাটা আগে নিশ্চিত করে গোল বাড়ানোর চেষ্টা করো।’
ব্যর্থতা কাটিয়ে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া দেবজিৎ মজুমদাররা। নাওরেমের সামান্য চোট ছাড়া বাকি সকলেই ফিট। এই ম্যাচেও যথারীতি পাঁচ বিদেশি নিয়ে খেলবেন কিবু। তবে ডিফেন্স মজবুত করতে এই ম্যাচে টিমে ফিরতে পারেন ফ্রান মোরান্তে। কিবু ম্যাচ জিততে রক্ষণেই বাড়তি নজর দিচ্ছেন। কারণ গোল না খেলে তাঁর টিম গোল করবে বলে নিশ্চিত তিনি। আগের ম্যাচে শেষ সময়ে তিনি পেনাল্টি মিস করাতেই টিম হেরেছিল। তাই জোসেবা বেইতিয়া একটু মনমরা। বুধবার তিনি টিমকে জিতিয়ে ‘প্রায়শ্চিত্ত’ করতে চান। টিম ম্যানেজমেন্ট মোটেও সন্তুষ্ট নয় স্ট্রাইকার সালবা চামোরোর পারফরম্যান্সে। এ দিন তাঁরও প্রমাণ করার দিন।
অন্যদিকে, চট্টগ্রাম আবাহনী প্রথম ম্যাচে টিসি স্পোর্টস ৪-১ গোলে পরাস্ত করেছে। মোহন বাগান কোচ বুধবার প্রথম একাদশে কয়েকটি বদল করছেন। স্টপারে জোড়া বিদেশি মোরান্তে ও ড্যানিয়েলকে একসঙ্গে খেলানোর চিন্তা রয়েছে তাঁর মাথায়। আগের ম্যাচে স্টপারে বিক্রমজিৎ খুব বাজে খেলেছেন। গত ম্যাচে মাঝমাঠে ছিলেন জোড়া বিদেশি। আজ বেইতিয়া খেললেও ফ্রান্সিসকো মুনোজ নাও খেলতে পারেন। আপফ্রন্টে খেলবেন চামোরো ও জুলেন। মোহন বাগান কোচ ভিকুনা জানিয়েছেন, ‘গত দু’দিন প্র্যাকটিসের পাশাপাশি ভিডিও সেশনে দেখানো হয়েছে খেলোয়াড়দের দোষত্রুটি। এখন আমরা পরিবেশের সঙ্গেও অনেকটা মানিয়ে নিয়েছি। আশা করি, দল ভালো খেলবে।’