সমর্থকদের মধ্যে প্রবল উন্মাদনা ছিল সুনীল-আসমোয়া দ্বৈরথ দেখার। কিন্তু না। অতটাও উপভোগ্য লড়াই হল না। বেঙ্গালুরু বনাম নর্থ ইস্ট ইউনাইটেডের প্রথম ম্যাচ ড্র হল। আর এই ড্র-র সৌজন্যে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র গোলরক্ষক শুভাশিস রায়চৌধুরী।
গতকাল প্রথমার্ধে সুনীল ছেত্রী ও উদান্তা সিং দুটি সহজ সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে সুনীলের একটি শট বাঁচান নর্থ-ইস্টের গোলরক্ষক শুভাশিস রায়চৌধুরি। তিনি এই লিগের অন্যতম সিনিয়র খেলোয়াড়। গত ছ’টি মরশুমে ছ’টি ভিন্ন দলের হয়ে খেলা শুভাশিস বলেন, ‘বেঙ্গালুরুর মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে ফেরা বিরাট ব্যাপার।’ অন্যদিকে বেঙ্গালুগোলরক্ষক গুরপ্রীত সিং জানান,‘আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় জাতীয় শিবিরে ছিল। একসঙ্গে প্র্যাকটিস হয়নি। তাই প্রথম ম্যাচে ছিল বোঝাপড়ার অভাব।’
কাল মার্তিন চাভেসের শট বাঁচিয়ে দেন বেঙ্গালুরু গোলরক্ষক গুরপ্রীত সিংহ সাঁধু। ২৭ মিনিটে সামনে একা বিপক্ষের গোলরক্ষককে পেয়েও অবিশ্বাস্য ভাবে বাইরে মারেন বেঙ্গালুরুর উদান্ত সিংহ। ৩৫ মিনিটে ঘানার হয়ে চারটি বিশ্বকাপে খেলা নর্থইস্টের আসামোয়া গিয়ানের গোল অফসাইডের কারণে বাতিল হয়।
দ্বিতীয়ার্ধেও শুরু থেকে আক্রমণের ঝড় তোলেন সুনীল, উদান্তরা। কিন্তু তাঁদের সামনে প্রাচীর হয়ে দাঁড়ান শুভাশিস। ৬৬ মিনিটে শরীর শূন্যে ভাসিয়ে অবিশ্বাস্য দক্ষতায় এক হাতে নিশু কুমারের শট বাঁচান বাঙালি গোলরক্ষক। তবে ম্যাচের সেরা সুযোগ নষ্ট করেন আসামোয়া। ৫২ মিনিটে তাঁর শট ক্রসবারে ধাক্কা খায়।