রাঁচিতে তৃতীয় দিনের শেষেই জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। দেশের মাটিতে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করতে কোহলিরা আর দুটো উইকেট দূরে ছিল। মঙ্গলবার টেস্টের চতুর্থ দিনে সকালেই দ্বিতীয় ওভারেই পর পর দু বলে ডি ব্রুইন ও লুঙ্গি এনগিডিকে তুলে নিলেন শাহবাজ নাদিম। ফলো অন করতে নেমে ১৩৩ রানে শেষ প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস। ইনিংস ও ২০২ রানে রাঁচি টেস্ট জিতে নিল কোহলি অ্যান্ড কোম্পানি। এই প্রথমবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। দেশের মাটিতে টানা ১১টি সিরিজ জিতল ভারতীয় ক্রিকেট দল।
ব্রুইনের ক্যাচ অসামান্য দক্ষতায় ধরলেন উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। আর এনগিডি ফিরলেন অদ্ভুত ভাবে। তাঁর শট নন-স্ট্রাইকারের বাঁ কব্জিতে লেগে গেল বোলারের হাতে!
সোমবার টেস্টের তৃতীয় দিনেই দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন করাতে নামায় বিরাট কোহলির দল। সোমবার মধ্যাহ্নভোজের পরই ১৬২ রানে শেষ হয়ে যায় দু’প্লেসিদের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৯৭ রান তুলে ডিক্লেয়ার করে দেয় ভারত। ৩৩৫ রানে এগিয়ে থাকা টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় টেস্টেও ফলো-অন করানোর সিদ্ধান্ত নেয়। মহম্মদ শামি আর উমেশ যাদবের আগুনে বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার।
এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও অনেক এগিয়ে গেল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ১২০ পয়েন্ট মিলেছিল। এই সিরিজেও মিলল ১২০ পয়েন্ট। টানা পাঁচ টেস্ট জিতে ২৪০ পয়েন্ট নিয়ে ভারত এখন সবার উপরে। একইসঙ্গে ঘরের মাঠে বিরাট কোহালির নেতৃত্বে এটা ভারতের টানা ১১তম টেস্ট সিরিজ জয়।