টালা ব্রিজের হাল বেহাল হওয়ার জেরে নিত্যযাত্রীদের ভোগান্তির শেষ নেই। তবে সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যের দিকে বরাবর নজর রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যাত্রীদের সুবিধার দিকে খেয়াল রেখে সরকারি উদ্যোগে শুরু হল বরানগর কুঠিঘাট থেকে ফেয়ারলি প্লেস পর্যন্ত চালু করা হল নতুন লঞ্চ পরিষেবা। শুধু তাই নয়, বাড়তি ১০০ বাসও চালানো হবে।
জানা গেছে, আপাতত ৪টি ২০০ আসনের লঞ্চ চলবে। পরে তা বাড়িয়ে ১০টি করা হবে। ১ নভেম্বর থেকে ডানলপ থেকে ১০০টি বাস চালানো হবে। ৫০টি ২৪ আসনের ছোট বাস চলবে। এখন চলে ২৮টি। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে প্রয়োজনীয় কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। জলপথকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই লঞ্চ পরিষেবা চালু হয়েছে, ফলে বরানগর থেকে কলকাতায় মানুষ অনায়াসে যাতায়াত করতে পারবেন।
জানা গেছে, বরানগর কুঠিঘাট থেকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত লঞ্চ পরিষেবা দেওয়া হবে।সরকারের পক্ষ থেকে যাত্রীদের লাইফ জ্যাকেট পরার নির্দেশ দেওয়া হয়েছে। লঞ্চে ফগ আলো এবং ঘাটে সার্চ আলো লাগানো বাধ্যতামূলক।, মানুষের কষ্ট লাঘব করতে অটো বাড়ানো হয়েছে। আরজি কর হাসপাতালকে কেন্দ্র করে এই অটোগুলি চলবে। অটোয় স্টিকার লাগানো থাকছে। ভাড়ার চার্ট লাগানো থাকবে। যাতে কেউ বেশি পয়সা না নিতে পারে। যাত্রীদের হয়রান না করতে পারে।