কর চাপিয়ে বাংলার দুর্গাপুজোয় কোপ বসাতে চেয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। এবার তাদের নিশানায় ছট পুজো।
জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ, রবীন্দ্র সরোবরে আর করা যাবে না ছট। এ নিয়েই বেজায় ক্ষুব্ধ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। রবীন্দ্র সরোবরে ছট বন্ধের পিছনে দিল্লীর হাত রয়েছে বলেই মনে করেন তিনি। স্পষ্ট জানাচ্ছেন, দিল্লীর নির্দেশেই এবার রবীন্দ্র সরোবরে ছট বন্ধ করতে বাধ্য হচ্ছেন তাঁরা। বদলে কলকাতার ১০টি অন্য পুকুরে ছট পুজোর ব্যবস্থা করা হচ্ছে।
রবীন্দ্র সরোবরের বদলে তাহলে কোথায় হবে ছট? কলকাতা শহর খুঁজে ১০টি পুকুরকে চিহ্নিত করেছে কেএমডিএ। নোনাডাঙা ৩ নম্বর ঘাট, জোধপুর পার্ক জলাশয়, রামধন পার্ক, গোবিন্দন কুট্টি, মাদুরতলা ঝিল, নববৃন্দাবন ঝিল, ১০ নম্বর পুকুর, লালকা পুকুর, কাটজু নগর পুকুর ও রুবি হাসপাতালের পার্শ্ববর্তী জলাশয়কে ছট পুজোর আচার পালনের জন্য চিহ্নিত করা হয়েছে।
ছট পুজোর জন্য এই পুকুরগুলিতে কেএমডিএ-র তরফে আলো, শৌচালয় ও জামাকাপড় বদলের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষকে ওয়াকিবহল করতে ইতিমধ্যেই শহরজুড়ে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। অন্যদিকে, কেউ যাতে ভুল করেও ছট পুজোর দিন রবীন্দ্র সরোবরে ঢুকে না পড়ে, তাই সেদিন সরোবরের দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ। সরোবরে প্রবেশের জন্য ১৭টি গেট রয়েছে। সেদিন সমস্ত গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।