সময়টা মোটেও ভালো চলছে না ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুর। একের পর এক প্রতিযোগীতায় ব্যর্থ হচ্ছেন তিনি। তবে এবার সিন্ধুর সামনে নয়া চ্যালেঞ্জ ফরাসি ওপেন। যা শুরু হচ্ছে আজ থেকে।
পঞ্চম বাছাই সিন্ধু এই প্রতিযোগিতায় ২০১৭ সালের সেমিফাইনালিস্ট। প্রথম রাউন্ডে তাঁর সামনে কানাডার মিশেল লি। যিনি এর আগে সিন্ধুকে দু’বার হারিয়েছেন মুখোমুখি লড়াইয়ে। যদি সিন্ধু প্রথম দিকের বাধা কাটাতে পারেন তা হলে কোয়ার্টার ফাইনালে তাঁর সামনে পড়তে পারেন শীর্ষবাছাই চিনা তাইপের তাই জু ইং। হচ্ছেন তিনি।
অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ২০১৭ চ্যাম্পিয়ন কিদম্বি শ্রীকান্তের সামনে দ্বিতীয় বাছাই চিনা তাইপের চৌ তিয়েন চেন।
বিশ্বের আট নম্বর সাইনা নেহওয়ালও ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে আছেন। গত তিনটি প্রতিযোগিতায় সাইনা প্রথম রাউন্ডে ছিটকে গিয়েছেন। ২৯ বছর বয়সি সাইনা এই প্রতিযোগিতায় ২০১২ সালে রানার্স হয়েছিলেন। প্রথম রাউন্ডে তাঁর সামনে হংকং-এর চেউং নান ই।