মোদী সরকার ক্ষমতায় এসেই কাশ্মীরে রদ হয়েছে অনুচ্ছেদ ৩৭০। নাগরিক পঞ্জি প্রকাশিত হয়েছে অসমে। তার মধ্যেই দু’রাজ্যেই এক দফায় ভোট। সোমবার মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচন। এই দুই রাজ্যের পাশাপাশি সবমিলিয়ে মোট ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আরও ৫১টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। হরিয়ানায় শাসক দল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে রয়েছে কংগ্রেস ও ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল। অন্যদিকে মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোটের বিরুদ্ধে লড়াই কংগ্রেস-এনসিপি জোটের। ফলপ্রকাশ ২৪ অক্টোবর। সকাল ৯টা পর্যন্ত মহারাষ্ট্রে ৫.৪৬ শতাংশ ও হরিয়ানায় ৮.৭৩ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে।
বান্দ্রা কেন্দ্রে ভোট দিয়ে বেরোতে দেখা যায় বিখ্যাত গীতিকার গুলজার ও বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়াকে৷ একই কেন্দ্রে ভোট দেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে তাঁর স্ত্রী ও ছেলে আদিত্য ঠাকরেকে৷ এবার ওরলি থেকে প্রার্থী হয়েছেন আদিত্য ঠাকরে৷
হরিয়ানাতেও সকাল সকাল সাইকেলে চেপে কার্নাল কেন্দ্রে ভোট দিতে আসেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর৷ মুম্বইতে ভোট দিলেন প্রাক্তন টেনিস তারকা মহেশ ভূপতি ও তাঁর স্ত্রী অভিনেত্রী লারা দত্ত। এই বিধানসভা নির্বাচনে সবচেয়ে ছোট কেন্দ্র ধারাবি। সবচেয়ে বড় কেন্দ্র আহেরি। সোমবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া।
ভোট গ্রহণ পর্ব অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে চলছে কড়া সুরক্ষা ব্যবস্থা। প্রতিটি জেলায় জেলায় নজরদারি চালাবে নির্বাচনে যুক্ত বিশেষ প্রতিনিধিদের দল। দুই রাজ্যের নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করতে হরিয়ানায় থাকছে ১ লক্ষ ৭ হাজার ৪৮৬ জন ভোটকর্মী ও মহারাষ্ট্রে থাকছেন ১ লক্ষ ১৬ হাজার ৪৯৫ জন ভোটকর্মী। হরিয়ানায় মোট ১৯ হাজার ৪২৫টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ হবে। অন্যদিকে মহারাষ্ট্রে মোট পলিং স্টেশনের সংখ্যা ৯৫ হাজার ৪৭৩।