ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট চলাকালীন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে মনে করালেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী। সরফরাজকে দেখা গিয়েছিল বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে উইকেটের পেছনে দাঁড়িয়ে হাই তুলতে। আর রাঁচিতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট চলাকালীন প্যাভিলিয়নে চেয়ারের উপর পা তুলে টানটান ঘুম লাগালেন কোহলি-রোহিতদের হেড স্যার।
বিধানসভা, লোকসভার অধিবেশন চলাকালীন নেতামন্ত্রীদের ঘুমের ছবি ভারতে জলভাত। কিন্তু তা বলে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ চলাকালীন ক্রিকেট দলের কোচ প্যাভেলিয়নে ঘাড় হেলিয়ে ঘুমোবেন? এই ছবি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। শাস্ত্রীকে নিয়ে বিদ্রুপের বন্যা বয়ে যাচ্ছে ফেসবুক, টুইটারে।
কেউ বলছেন, “সোমবার তো, এরম অনেকেরই হয়।” আবার কেউ বলছেন, “ভাগ্য করে এমন একটা চাকরি পাওয়া যায়।” কেউ আবার তাঁকে নিজের বেতনের কথা মনে করিয়ে দিয়ে বলছেন, “ওঁকে বছরে ১০ কোটি টাকা কি ঘুমোনোর জন্য দেওয়া হয়?” কেউ আবার লিখেছেন, “আসলে দাদা বোর্ড সভাপতি হওয়ার পর টেনশনে বেশ কিছুদিন ঘুমোননি শাস্ত্রী। ক্লান্ত হয়েই হয়তো ঘুমিয়ে পড়েছেন!”
যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা বসে রয়েচ্ছেন শাস্ত্রীর পিছনে। ঋদ্ধির চোখ কিন্তু মাঠের দিকেই। কিন্তু কোচের কোনও হেলদোলও নেই। নিজের ছাত্রদের সামনেই তিনি দিব্যি টেনে ঘুম দিয়েছেন। এখন ভারতীয় ক্রিকেট দলের কোচ এর পক্ষে কী বলেন সেটাই দেখার।