১৭ তম লোকসভার প্রথম অধিবেশন প্রায় রোজই সংসদে কোনও না কোনও বিল পেশের পর সংখ্যাগরিষ্ঠতার জোরে তা পাশ করিয়ে নিয়েছিল মোদী সরকার। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ হয়েছিলেন বিরোধীরা। আবার অধিবেশনের সময়সীমা বাড়ানো নিয়ে বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছিল এনডিএ-র শরিক দলের সাংসদের পাশাপাশি খোদ বিজেপি সাংসদের একাংশকেও। অর্থাৎ প্রায় সকলের কাছেই তা ছিল বিভীষিকার মতো। এবার শুরু হতেই চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে শীতকালীন অধিবেশন চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রক থেকে ওই তারিখ জানিয়ে দেওয়া হয়েছে সংসদের সেক্রেটারিয়েটকে।
সরকারি সূত্রে জানা গেছে, প্রথম অধিবেশনের মতো বেশ কয়েকটি বিল উঠতে পারে এই অধিবেশনেও। এছাড়াও রয়েছে দুটি গুরুত্বপূর্ণ অর্ডিন্যান্স। এর মধ্যে একটি হল দেশীয় শিল্পসংস্থার ওপরে লাগু হওয়া কর্পোরেট কর কম করা সংক্রান্ত একটি অর্ডিন্যান্স। অন্যটি হল ই-সিগারেট নিষিদ্ধ ও উৎপাদন বন্ধ করা সংক্রান্ত বিষয়। তবে আন্দাজ করা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ, দেশের আর্থিক মন্দা-সহ একাধিক বিষয় নিয়ে ফের তোলপাড় হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন। পাশাপাশি দেশের আর্থিক বৃদ্ধির হার নিয়েও অধিবেশনে প্রশ্নের মুখে পড়তে পারে মোদী সরকারকে।