গোটা বিশ্বে প্রায় এক কোটি মানুষ ভুগছেন যক্ষ্মায়।আর তার মধ্যে ২৭ শতাংশ রোগীর বাস ভারতে। ভয়ঙ্কর এই রোগে বিশ্বের মধ্যে বিশ্বের মধ্যে শীর্ষ স্থানটা এমনভাবেই পাকা করে নিয়েছে ভারত যে আগামী বহু বছর ভারতকে ছুঁতে পারবে না অন্য কোনও দেশ। কারণ, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চিনে এই সংখ্যাটা মাত্র ৯ শতাংশ। এমনটাই জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। হু-র রিপোর্টের জেরে আরো প্রকট হল মোদী সরকারের স্বাস্থ্য সংক্রান্ত ব্যর্থতা।
বৃহস্পতিবার বিশ্বে যক্ষ্মার বর্তমান অবস্থা নিয়ে এক রিপোর্ট পেশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। তাদের রিপোর্ট অনুযায়ী, গোটা বিশ্বে ১ কোটি যক্ষ্মা রোগীর মধ্যে ২০১৮ সালে ভারতে নথিভুক্ত যক্ষ্মা রোগীর সংখ্যা ২৬.৯ লক্ষ। দ্বিতীয় স্থানে রয়েছে চিন। বিশ্বের মধ্যে ৯ যক্ষ্মা রোগীর বাস সেখানে। তিনে রয়েছে ইন্দোনেশিয়া এরপর ফিলিপিন্স। ৫ নম্বরে রয়েছে পাকিস্তান ও সাতে বাংলাদেশ। বাংলাদেশে যক্ষ্মারোগীর সংখ্যা ৬ শতাংশ। হু-এর রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সালে গোটা বিশ্বে ১৬ লক্ষ মানুষ যক্ষ্মায় মারা গিয়েছেন। ২০১৮ সালে যক্ষ্মায় মৃত্যু সংখ্যা কমে হয় ১৫ লক্ষ। কিন্তু চিন্তা কাটছে না।
হু-এর এই রিপোর্টে প্রকাশ, বিশ্বের মোট যক্ষ্মারোগীর দুই তৃতীয়াংশই রয়েছে উল্লিখিত দেশগুলিতে। ২০১৭ সালে গোটা বিশ্বে ১৬ লক্ষ মানুষ যক্ষ্মায় মারা গিয়েছেন। ২০১৮-য় যদিও যক্ষ্মায় মৃত্যু কমে হয়েছে ১৫ লক্ষ। বিশ্বে মৃত্যুর নিরিখে প্রথম ১০-এ যে অসুখগুলি রয়েছে, তার মধ্যে যক্ষ্মা অন্যতম।