অযোধ্যা মামলার শুনানি শেষ হবে পাঁচটার মধ্যে। এমনই কথা ছিল। কথা মতোই হল কাজ, বিকেল চারটে নাগদই শেষ হয় শুনানি। তবে রায় দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতির বেঞ্চ। ২৩ দিন পরে সর্বোচ্চ আদালতের রায় জানা যাবে।
অযোধ্যা মামলার ৪১তম দিনের শুনানি। আর শেষ দিনের শুনানিতে রীতিমতো নাটক দেখা গেল সুপ্রিম কোর্টে। শুনানির মধ্যেই, বিতর্কিত জমির একটি মানচিত্র ছিঁড়ে ফেলেন ওয়াকফ বোর্ডের আইনজীবী। আর তাতে পরিস্থিতি এমন দাঁড়ায় যে, অন্যান্য বিচারপতিদের নিয়ে আদালত ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
উত্তেজনা শুরু হয় একটি বইকে কেন্দ্র করে। রাম জন্মভূমির পক্ষে প্রমাণ হিসেবে কুণাল কিশোরের লেখা একটি বই আদালতে পেশ করার চেষ্টা করেন সর্বভারতীয় হিন্দু মহাসভার আইনজীবী বিকাশ সিংহ। এর পরেই মুসলিম ওয়াকফ বোর্ডের আইনজীবী রাজীব ধবন বলেন, “এই ধরনের বইয়ের উপরে সুপ্রিম কোর্টের নির্ভর করা উচিত নয়।” তার পরেই তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বিচারপতিদের জিজ্ঞাসা করেন, “এটা ছিঁড়ে ফেলার জন্য কি আপনাদের অনুমতি পেতে পারি?” প্রশ্ন শুনে বিরক্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, “যা ইচ্ছে, তা-ই করুন।” এর পরেই, বইয়ে থাকা ‘রাম জন্মভূমি’ একটি পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন ধবন। ওই পৃষ্ঠায় ছিল একটি মানচিত্র। সুতরাং রায় বের হতে অপেক্ষা মাত্র ২৩ দিনের।