আসামে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশে ১৯ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। আতঙ্ক বাড়ছে এই রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতেও। এরই সঙ্গে অনুঘটকের মতো কাজ করেছে বিজেপি নেতাদের ক্রমাগত হুঁশিয়ারি যে বাংলাতেও এনআরসি করা হবে। যথাযথ নথি না থাকলে নাগরিকত্ব হারানোর ভয় পাচ্ছেন অনেকে। এনআরসি আতঙ্কে ইতিমধ্যেই আত্মঘাতী হয়ে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। সেই তালিকায় যোগ হল আরও এক নাম। দিনহাটায় আত্মঘাতী হলেন এক বৃদ্ধা।
দিনহাটার বড়শাকদল গ্রামে গলায় দড়ি দিয়ে প্রাণ হারালেন মায়া বর্মন নামে এক ৮০ বছরের মহিলা। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে এনআরসি নিয়ে চিন্তিত ছিলেন তিনি। দুশ্চিন্তায় অনেকের সাথে যোগাযোগ করার পরেও মনমরা ছিলেন তিনি। অবশেষে বুধবার রাত ৯টা নাগাদ নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মায়াদেবীকে।
তৃণমূল পরিচালিত ওই গ্রামের পঞ্চায়েত প্রধান তাপস দাস বলেছেন, এনআরসি আতঙ্কেই প্রাণ হারালেন তিনি। এর দায় পুরোটাই গেরুয়া শিবিরের। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “প্রতিবেশী রাজ্য আসামে ১৯লক্ষ মানুষের নাম বাদ দিয়েও শান্তি হয়নি বিজেপির। এবার বাংলার দিকে হাত বাড়িয়েছে ওরা। ভয়ে প্রাণ হারাচ্ছেন অনেকে। আমরা কিছুতেই বাংলায় এই হয়রানি মেনে নেব না”।