জঙ্গলে নয়, রাতের অন্ধকারে খোদ শহরের বুকে ঘুরে বেড়াচ্ছে সাতটি সিংহ! গুজরাটের জুনাগড়ে ঘটেছে এই ঘটনা। সম্প্রতি গিরনার অভয়ারণ্য থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে সিংহের দলটি। আর সেটিরই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
গিরনার অভয়ারণ্যে ৪০টিরও বেশি এশিয়াটিক সিংহের বাস। তাদের মধ্যেই সাতটি সিংহের দলটি জঙ্গল ছেড়ে বেরিয়ে আসে। এই প্রসঙ্গে গিরনার অভয়ারণ্যের ডেপুটি কনজারভেটর ডঃ সুনীল কুমার বেরওয়াল বলেন, “গিরনার তালেতি রোডের কাছাকাছি এলাকায় সাতটি সিংহকে ঘুরতে দেখা গিয়েছে। গিরনার অরণ্য থেকে সিংহরা বেরিয়ে পড়েছে এমন ঘটনা সচরাচর দেখা যায় না। তবে এটা আসলে লায়ন্স করিডর। ফলে এই এলাকায় এমন ঘটনা অস্বাভাবিক কিছু নয়। ভবিষ্যতে আমরা স্থানীয় মানুষের সুরক্ষার ব্যাপারে আরও বেশি সচেতন থাকব।’
এদিকে, সোশ্যাল মিডিয়ায় অনেকেই সিংহদের এভাবে মনের আনন্দে ঘুরে বেড়ানোর ভিডিও তোলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর কেউ কেউ লেখেন, “আমরা যদি ওদের থাকার জায়গা কেড়ে নিই, তা হলে ওরা এভাবেই আমাদের থাকার জায়গায় চলে আসবে। এটা স্বাভাবিক”।