‘বর্তমানে রাজ্যে মাওবাদীদের চেয়েও অনেক বড় সমস্যা, আরও বেশি আতঙ্কের কারণ অপুষ্টি।’ রবিবার নয়াদিল্লীতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। একইসঙ্গে তিনি জানান, তাঁর সরকার রাজ্যের এই সমস্যার সমাধানে কঠিন পরিশ্রম করছে। শুধু তাই নয়। তাঁর সরকার যে জনগণের স্বাস্থ্যের উন্নয়নে কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা-ও উল্লেখ করেন বাঘেল।
গতকাল নয়াদিল্লীর ওই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বাঘেল বলেন, ছত্তিশগড়ে মাওবাদীদের চেয়েও অপুষ্টি একটি বড় সমস্যা। রাজ্যের ৩৭ শতাংশেরও বেশি শিশু অপুষ্টির শিকার হচ্ছে। তাই শিশুদেহে অপুষ্টি দূর করে সুস্বাস্থ্য জোগানোর জন্য ১০৯টির বেশি পঞ্চায়েত এলাকায় ‘সুপোষণ’ প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার। তিনি জানিয়েছেন, ‘আগামী ২ অক্টোবর থেকে প্রতিটি জেলায় সুপোষিত প্রকল্প চালু হবে।’
ক্ষমতায় আসার পর গত ৮ মাসে তাঁর সরকারের কাজের খতিয়ান তুলে ধরে বাঘেল বলেন, ‘২০০৬ সালে শিল্পের জন্য অধিকৃত হলেও কোনও শিল্প না গড়ার ফলে পড়ে থাকা ১,৭০০টি গ্রামে মোট ৪,২০০ একর জমি আমরা আদিবাসীদের ফিরিয়ে দিয়েছি। আদিবাসীদের স্বাস্থ্য উন্নয়নের উদ্দেশ্যে গ্রামীণ হাটে গড়া হয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র।’
আদিবাসীদের অভাব-অনটন এবং নানা সমস্যার কথা জানতে যে তাঁদের সঙ্গে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, সে কথাও জানাতে ভোলেননি বাঘেল। পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন, রাজ্যে কৃষক ঋণ মকুব করা হয়েছে। শুধু তাই নয়। কৃষিজীবীদের উন্নয়নের স্বার্থে তাঁদের থেকে কুইন্টাল পিছু ২,৫০০ টাকা দরে ধানও কিনেছে তাঁর সরকার।