বিশ্বকাপ ও ওয়েস্ট ইন্ডিজ সফরের দু’টি সীমিত ওভারের সিরিজের পর অবশেষে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলের হয়ে পুনরায় মাঠে নামার সুযোগ ইশান্ত-উমেশের সামনে৷ দীর্ঘ অন্তরায় কাটিয়ে মাঠে ফেরার আগে যথাযথ প্রস্তুতি সেরে রাখলেন ভারতীয় দলের দুই স্পিড স্টার৷ ওয়েস্ট ইন্ডিজ-এ দলের বিরুদ্ধ টিম ইন্ডিয়ার অনুশীলেন ম্যাচে ইশান্ত-উমেশ দু’জনেই নূন্যতম সুযোগে ৩টি করে উইকেট তুলে নেন৷ মূলত ইশান্ত-উমেশের আক্রমনের দৌলতেই অ্যান্টগায় ওয়েস্ট ইন্ডিজ-এ দলকে প্রথম ইনিংসে আউট করে ভারত।
বৃষ্টির জন্য দ্বিতীয় দিনের খেলা শুরু হয় তুলনায় দেরিতে৷ ভারত নতুন করে ব্যাট করতে না-নেমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আমন্ত্রণ জানায়৷ ক্যারিবিয়ান দলের প্রথম তিনজনকে সাজঘরে ফেরান ইশান্ত৷ এঁদের মধ্যে কাভেম হজ দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন৷ জেরেমি সোলোজানো ৯ ও ব্রেন্ডন কিং ৪ রানে আউট হন৷
প্রথম ইনিংসের নিরিখে ১১৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত৷ মায়াঙ্ক আগরওয়ালকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন অজিঙ্কা রাহানে৷ আগরওয়াল ১৩ রান করে শেফার্ডের বলে আউট হন৷ দিনের শেষে রাহানে ২০ ও হনুমা বিহারী ব্যক্তিগত ৪৮ রানে অপরাজিত থাকেন৷
উমেশ যাদব ফিরিয়ে দেন ড্যারেন ব্র্যাভো (১১), রোভমান পাওয়েল (১৬) ও রোমারিও শেফার্ডকে (১)৷ জেসন মহম্মদ ৬ রান করে জাদেজার থ্রো’য়ে রান-আউট হন৷ চায়নাম্যান কুলদীপ তুলে নেন জোনাথন কার্টার (২৬), জামার হ্যামিল্টন (৩৩) ও খারি পিয়েরের (১৭) উইকেট৷ কিয়ন হার্ডিং ৪ রানে অপরাজিত থাকেন।