কিয়া সুপার লিগে ব্যাট হাতে ভারতীয় মহিলা ক্রিকেটারদের দাপট অব্যাহত৷ যদিও দলগত পারফরম্যান্সে সুবিধাজনক জায়গায় রয়েছে স্মৃতি মান্দানা ও দীপ্তি শর্মার ওয়েস্টার্ন স্টোর্ম৷ তারা এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত থেকে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে৷ হরমনপ্রীতের ল্যাঙ্কাশায়ার ও জেমিমা রডরিগেজের ইয়র্কশায়ার ডায়মন্ডস রয়েছে পয়েন্ট টেবিলের শেষ দু’টি স্থানে৷
রবিবার হরমনপ্রীতের ল্যাঙ্কাশায়ারের ফিরতি ম্যাচ ছিল মান্দানাদের ওয়েস্টার্ন স্টোর্মের বিরুদ্ধে৷ টস জিতে প্রথমে ব্যাট করে ল্যাঙ্কাশায়ার ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে৷ হরমনপ্রীত ৩৭ বলে দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করে আউট হন৷ তিনি ৬টি চার ও ২টি ছক্কা মারেন৷ দীপ্তি উইকেট না-পেলেও ৪ ওভারে মাত্র ২৫ রান খরচ করেন৷
পালটা ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬০ রান তুলে নেয় ওয়েস্টার্ন স্টোর্ম৷ মন্ধনা ৪৩ বলে ৭২ রানের ঝোড়ো ইনিংস খেলেন৷ তিনি ৯টি চার ও ২টি ছক্কা মারেন৷ টুর্নামেন্টে এটি তাঁর উপর্যুপরি দ্বিতীয় হাফসেঞ্চুরি৷ উত্তেজক শেষবেলায় ১৪ বলে অপরাজিত ২৩ রান করে স্টোর্মের জয় নিশ্চিত করেন দীপ্তি৷