গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম। কিন্তু তাতে আর হয়তো কোনও গর্ব থাকবে না। কারণ সংবাদমাধ্যমকে এবার সাংবাদিকতা শেখাতে উদ্যোগী হয়েছে আরএসএস! তাদের হাতের পুতুল করে রাখতে এবার নতুন প্রতিষ্ঠান খুলতে চলেছে তারা। তাও আবার মোদীর গড় গুজরাতেই। নাম ন্যাশনাল মিডিয়া ইনস্টিটিউট।
প্রায় ১০০ কোটি টাকা খরচ করে সাংবাদিক ‘তৈরি’ করতে উদ্যোগী আরএসএস এই প্রতিষ্ঠান বানাতে চলেছে। এই ক্যাম্পাসে থাকবে অত্যাধুনিক টেকনলজির স্টুডিয়ো, মিডিয়া রিসার্চ সেন্টার, মিডিয়া মিউজিয়াম এবং অন্যান্য সব সুযোগ সুবিধা। এটি প্রায় ১০ একর জমির ওপর তৈরি হবে। আরএসএস-এর উদ্যোগে এই মিডিয়া প্রতিষ্ঠান তৈরির কথা চাউর হতেই শোরগোল পড়ে গিয়েছে দেশে। বিরোধী পক্ষের দাবি, মোদী সরকার প্রথম থেকেই সংবাদমাধ্যমের কন্ঠরোধ করতে চেয়েছে। এবার আরএসএস সাংবাদিক নিজেরাই বানাতে চাইছে যাতে সংবাদমাধ্যমকে পুরোপুরি করজা করতে পারে। এতে দেশের ক্ষতি। বিরোধীদের আরও বক্তব্য, শুধুমাত্র নিজেদের খবর প্রচারের জন্য সংবাদমাধ্যমকে ব্যবহার করা মারাত্মক বিষয়।
উল্লেখ্য, এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্যই হল বাম মনোভাব বিরোধী প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিক তৈরি করা। এর আগে আরএসএস আহমেদাবাদে একটি মিডিয়া ইনস্টিটিউট তৈরি করেছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজিম-এর সাহায্যে। এই প্রতিষ্ঠানটি মিলিয়ে দেওয়া হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন অ্যান্ড রিসার্চের সঙ্গে।