বাংলা জুড়ে পর্যটন শিল্পে রাজস্ব আদায়ের পরিমান ১০ কোটি টাকা ছাড়িয়েছে। আগামী বছর গুলোতে আরওবেহসি রাজস্ব আদায়ের পরিকল্পনা রয়েছে সরকারের। এর জন্য বাংলা জুড়ে আরও ১০০টি পর্যটন স্থান গড়ে তোলা হবে। বুধবার দুর্গাপুরের সরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজের নবীনবরণে এসে এই কথা জানান পর্যটন মন্ত্রী গৌতম দেব। অন্যদিকে মাইথনে প্রায় কুড়ি কোটি টাকা ব্যয়ে সরকারি টুরিস্ট লজকে নতুন করে সাজানোর পরিকল্পনা করেছে রাজ্য পর্যটন দফতর। সেই কাজের দেখাশোনা করতে গতকাল সালানপুরের মাইথনেও আসেন মন্ত্রী গৌতম দেব।
মন্ত্রী এদিন জানান, “পর্যটন বিভাগে রাজস্ব আদায়ের সর্বকালের রেকর্ড হয়েছে। আগামীদিনে আরও নতুন পর্যটন কেন্দ্র তৈরি করে, আরও রাজস্ব আদায়ের চিন্তা করছে সরকার”। এছাড়াও মুখ্যমন্ত্রীর স্বপ্ন কমপ্রিহেন্সিভ ট্যুরিজম প্রকল্পের মাধ্যমে রাজ্যে প্রথম ১, ২,৩ কামরা বিশিষ্ট হোমস্টে গড়ে তোলা হবে। হোম স্টের জন্য দেড় লক্ষ টাকা করে দেওয়া হবে। অন্যদিকে এবার উত্তরবঙ্গে ৬টি স্থানে পর্যটন উৎসব হবে নতুন আঙ্গিকে।