গত ম্যাচে টস হেরে প্রথমেই ইংল্যান্ডের বিরুদ্ধে চাপে পড়েছিল ভারত। তবে এদিন আর সেরকম কিছু হয়নি। বাংলাদেশের বিরুদ্ধে টসে জেতার পর খুব বেশি ভাবেননি বিরাট। কোনও চিন্তা না করেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। তবে আজকের ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়েছে। কেদার যাদবের জায়গায় দলে এলেন দীনেশ কার্তিক। সেইসঙ্গে রিস্ট স্পিনার কুলদীপ যাদবের জায়গায় দলে নেওয়া হয়েছে পেস বোলার ভুবনেশ্বর কুমারকে।
এ দিন এজবাস্টনে টসে জিতে বিরাট বলেন, “আমরা ব্যাট করব। কারণ, এই পিচে দু’দিন আগেই খেলা হয়েছে। সে দিনও যত সময় গড়িয়েছে পিচ স্লো হয়েছে। এ দিন আরও স্লো হবে পিচ। আর তাই প্রথমে ব্যাট করে যত বেশি সম্ভব রান আমরা তুলে নিতে চাই।”
গত ম্যাচে হারের পর আশা করে হয়েছিল, এ দিন দলে বেশ কিছু পরিবর্তন হতে পারে। ঠিক হলও তাই। বিরাট বললেন, “দলে দুটি পরিবর্তন হয়েছে। কেদার যাদবের জায়গায় দলে এসেছেন দীনেশ কার্তিক। অন্যদিকে একটা রিস্ট স্পিনার আমরা খেলাচ্ছি না। কুলদীপ যাদবের জায়গায় দলে এসেছেন ভুবি।” এখন এই পরিবর্তন দলের খেলায় কতটা পরিবর্তন আনে, সেটাই দেখার।