ভোটের আগে থেকেই সন্ত্রাসের আবহ সৃষ্টি করেছিল গেরুয়া শিবির। ভোট মিটে গেলেও মেটেনি গেরুয়া শিবিরের হামলা। এখনও প্রায় প্রত্যেক দিন বিজেপির কর্মী সমর্থকদের কাছে আক্রান্ত হচ্ছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। এবার তৃণমূলের বাইক মিছিলে সশস্ত্র হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় আক্রান্ত হয়েছেন ১০ জন তৃণমূল কর্মী।
গুসকরা পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান চাঁদনিহারা মুন্সি বিজেপি–র বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি ও চারদিকে তাদের হামলার প্রতিবাদ জানিয়ে গুসকরা শহরের একাংশে একটি বাইক মিছিল হয়। দলের কর্মীরা যখন আলুটিয়া এলাকায় শ্মশানের পাশ দিয়ে বাইক মিছিল নিয়ে যাচ্ছিলেন, সেই সময় অতর্কিতে মিছিলের পেছন দিকে তৃণমূল কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায় বিজেপি দুষ্কৃতীরা। এতে বেশ কয়েকজন আমাদের কর্মী জখম হয়েছেন। তবে এর মধ্যে গুরুতর জখম হয়েছেন আনিসুল হক ও শেখ আনোয়ার। তাঁদের মাথায় গুরুতর আঘাত লেগেছে। সঙ্গে সঙ্গে আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরই পুলিশের কাছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।’ তাঁর আরও অভিযোগ, ‘ভোটের ফল প্রকাশ হওয়ার পরই এলাকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাণ্ডব শুরু করেছে। বেছে বেছে তৃণমূল কর্মীদের ওপর হামলা করছে।’ অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গুসকরা শহরে। অন্যান্য বারের মত এইক্ষেত্রেও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।