ইলিশ আহরণে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। সারা দুনিয়ার ৭৫ শতাংশ ইলিশ বাংলাদেশেই ওঠে।
গত দেড় দশকে বাংলাদেশে ইলিশের উৎপাদন আড়াই গুণের বেশি (১৫৯.৭৬ শতাংশ) বেড়েছে। আগামী ৫ বছরে দেশে ইলিশ তোলার পরিমাণ বেড়ে সাড়ে ৫ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে আশা করছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলি খান খসরু।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর–পর্বে তিনি জানান, ২০০৮–০৯ অর্থ বছরে যেখানে ২ লাখ ৯৯ হাজার মেট্রিক টন ইলিশ ধরা হয়েছিল, ২০১৭–১৮ অর্থ বছরে তা বেড়ে ৫ লাখ ১৭ হাজার মেট্রিক টন হয়।
প্রতিমন্ত্রী বলেন, ২০০৭–০৮ সালের তুলনায় ২০১৫ সালে জাটকার পরিমাণ প্রায় ৩৯ শতাংশ বেড়েছে। সরকারের নানা উদ্যোগের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, চলতি ব্যবস্থাপনা পদ্ধতির বাস্তবায়ন অব্যাহত থাকলে আগামী ৫ বছরে ইলিশের মোট উৎপাদন বেড়ে ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে।
চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আশরাফ আলি খান খসরু বলেন, সরকারের সমন্বিত কার্যক্রমের ফলে প্রতি বছর ইলিশ আহরণের পরিমাণ বাড়ছে। নিম্ন মেঘনা থেকে জাটকা এখন পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমায় বিস্তৃতি পেয়েছে। উল্লেখ্য বাংলাদেশি ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে ভারতেও। রপ্তানিতে বাংলাদেশি ইলিশের ব্র্যান্ডিংয়ের সুবিধের জন্য ২০১৭ সালে এই মাছটিকে সরকার ‘ভৌগোলিক নির্দেশক’ (জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন) পণ্য হিসেবে
স্বীকৃতি দেয়।