এবার আজব এক দাবি তুললো মহারাষ্ট্রের শিবসেনা সরকার। মুম্বাইয়ের দোকানগুলো থেকে অন্তর্বাস পরিহিত ম্যানিকুইন সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলো সরকারের পক্ষে। যা স্বভাবতই অদ্ভুত বলেই মনে হয়েছে সাধারণ জনগণের কাছে।
যে কোনও বড় শহরের বাজার এলাকায় আমরা সচরাচর দেখতে পাই যে, অনেক জামাকাপড়ের দোকানে অন্তর্বাস পরিহিত ম্যানিকুইন, হোর্ডিং বা বিজ্ঞাপন দেওয়া রয়েছে। ভারতে কোনও রাজনৈতিক দল বা সাংস্কৃতিক সংগঠন এই নিয়ে আগে কোনোরকম আপত্তি তোলেনি। কারণ এটি ব্যবসায়ীর স্বার্থে ব্যবহার করা হয়। যেমন এসবেরই বিজ্ঞাপন দেখা যায় টিভিতে, শোনা যায় রেডিওতে।
কিন্তু মহারাষ্ট্রে বিজেপির জোট সঙ্গী শিবসেনার দাবি একেবারেই অন্যরকম। তাঁরা মনে করে, এই ধরণের অন্তর্বাস পরিহিত ম্যানিকুইন রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখলে ভারতীয় সংস্কৃতির উপর প্রভাব পড়তে বাধ্য। মহিলাদের এই কারণে অনেক সময়ে অস্বস্তিতে পড়তে হয়। তাই সেগুলি সরিয়ে দেওয়াই কাম্য। এই নিয়ে নির্দেশিকাও জারি করেছে বৃহম্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন।
নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে নির্দিষ্ট স্থান থেকে এই ম্যানিকুইন গুলি সরিয়ে ফেলতে হবে। সময়ের মধ্যে না সরালে দোকানের লাইসেন্স বাতিল করারও হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে নির্দেশিকায় ‘অবৈধ ম্যানিকুইন’ বলে উল্লেখ করা হয়েছে। যার মানে বৈধ ম্যানিকুইন না সরালেও চলবে। সরাতে হবে কেবল অবৈধ ম্যানিকুইনগুলি।