বর্ধমান স্টেশনে সাফাই বিভাগের বহু সংখ্যালঘু ঠিকা শ্রমিক দেড় মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। কয়েকদিন বাদে তাঁদের বড় উৎসব ইদ। অথচ এখনও তাঁদের হাতে বেতন পৌঁছায়নি। আর তাই অবিলম্বে তাঁদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবিতে রবিবার স্টেশন ম্যানেজারের অফিসের সামনে তুমুল বিক্ষোভ দেখায় আইএনটিটিইউসি।
আইএনটিটিইউসি নেতা ইন্তেকার আহমেদ রেলের কর্মচারীদের ওপর কর্তৃপক্ষের এই বিমাতৃসূলভ আচরণের কড়া সমালোচনা করে বলেন, “যারা স্বচ্ছ ভারতের কথা বলেন তাঁদের এই বৃহত্তর সংস্থার রেলের কর্মচারীরাই সঠিক সময় বেতন পাচ্ছেন না। রেলকে কী অবস্থায় দাঁড় করিয়েছে মোদী সরকার! বর্ধমান স্টেশনের সাফাই বিভাগের প্রায় ১০০ ঠিকা শ্রমিক বিগত দেড় মাস ধরে বেতন পাচ্ছেন না। বাধ্য হয়ে রেল কর্তৃপক্ষকে আগাম জানিয়ে বর্ধমান স্টেশন ম্যানেজারের কাছে এসেছি”।
প্রসঙ্গত, মাঝে মধ্যেই রেল কর্তৃপক্ষ সাফাই বিভাগের এই ঠিকা শ্রমিকদের সঠিক সময়ে বেতন দেন না। তাতে রেলের এই শ্রমিকরা সমস্যার সম্মুখীন হন। তাই সঠিক সময় বেতন দেওয়ার দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হন তাঁরা।