২১ রানে দক্ষিণ আফ্রিকাকে দ্য ওভালে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেন শাকিব-তামিমরা। ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের নতুন রেকর্ড হল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রবিবার ওয়ানডে-তে নিজেদের সর্বোচ্চ রান করল বাংলাদেশ। এই ম্যাচেই বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান ১১ হাজার রানের মাইলফলক পেরোলেন। বাঁ-হাতি এই অল রাউন্ডার ৮৪ বলে ৭৫ রানের ইনিংস খেলে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসাবে ১১ হাজার রানের মাইলফলক অতিক্রম করলেন। তাঁর আগে এই নজির গড়েছিলেন ওপেনার তামিম ইকবাল।
২০০৬ সালে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন শাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রানের রেকর্ডের মধ্যে রয়েছে টেস্টে ৩,৮০৭ রান। এ দিন আরও একটি রেকর্ড গড়লেন তিনি। মোক্ষম সময়ে দক্ষিণ আফ্রিকার এডেন মারক্রামের উইকেট তুলে নেন ম্যাচের নায়ক শাকিব। এর ফলে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম (১৯৯ ম্যাচ) পাঁচ হাজার রান ও আড়াইশো উইকেট দখল করলেন তিনি। ২০১৮ সালেই তিনি দ্রুততম ৩ হাজার রান, ২০০ উইকেট পাওয়ার রেকর্ড গড়েছেন।
এছাড়াও তিন জন বিশেষ ক্রিকেটারের মধ্যেও শাকিবের নাম রয়েছে, যাঁদের রেকর্ড রয়েছে টি২০ ম্যাচে। টি২০ ফর্ম্যাটে সর্বাধিক উইকেট সংগ্রাহকদের তালিকায় প্রথম দশে রয়েছেন শাকিব আল হাসান। এছাড়াও তিন ফর্ম্যাটের ক্রিকেট মিলেও শাকিবের রেকর্ড চমৎকার। দ্রুততম ১০ হাজার রান ও ৫০০ উইকেটের রেকর্ডটিও করে ফেলেছেন তিনি।