এ বারও বিশ্বকাপে অপূর্বী চান্ডেলার চমক। মিউনিখে গতকাল জয়পুরের এই শুটার ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন। ফেব্রুয়ারি মাসে নয়াদিল্লীতে বিশ্বকাপেও তিনি সোনা জিতেছিলেন এবং বিশ্বরেকর্ড করে।
মিউনিখে অপূর্বী হারালেন চিনের ওয়াং লুয়াওকে। অপূর্বীর সঙ্গে ওয়াংয়ের লড়াই কতটা হাড্ডাহাড্ডি হয়েছে তা নির্ণায়ক ধাপে স্পষ্ট হয়ে যায়। কারণ সেখানে ভারতীয় শুটার স্কোর করেন ১০.৪। আর ওয়াং ১০.৩। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে অপূর্বীর স্কোর ২৫১। আর তাঁর চিনা প্রতিদ্বন্দ্বীর ২৫০.৮। রবিবারের পদকটা বিশ্বকাপে তাঁর জীবনের দ্বিতীয় পদক।
প্রসঙ্গত ইতিমধ্যেই টোকিয়ো অলিম্পিক্সে নামার কোটা অর্জন করেছেন অপূর্বী, অঞ্জুম মাউদগিল, সৌরভ চৌধুরী, অভিষেক বর্মা এবং দিব্যাংশ সিংহ পানওয়ার। মিউনিখে এই ইভেন্টে ভারতের আরও একজন ফাইনালে উঠেছিলেন। তিনি এলাভেনিল ভালারিভান। চিনের জু হংয়ের থেকে মাত্র ০.১ পয়েন্ট পিছিয়ে থাকায় তাঁকে চতুর্থ হয়ে সন্তুষ্ট থাকতে হয়।