জীবনের প্রথম ফরাসি ওপেনে স্মরণীয় সূচনা করলেন পোটাপোভা। ফরাসি ওপেনের প্রথম দিনেই রাশিয়ার অষ্টাদশী আনাসতাসিয়া পোটাপোভা মহিলা সিঙ্গলসে পঞ্চম বাছাই উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কেরবারকে হারিয়ে দিলেন। জার্মানির এই খেলোয়াড় ৪-৬, ২-৬ সেটে হারলেন। র্যাঙ্কিংয়ে ৮১ নম্বরে থাকা রাশিয়ান এই খেলোয়াড় এজিন ২৮টি উইনার মারেন। এদিন জেতার পর পোটাপোভা বলেন, “আমি দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলেছি। তারজন্য কোচকে ধন্যবাদ দিতে চাই”।
২১ তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের লক্ষ্যে ফরাসি ওপেনের শুরুটা ভালো করলেন সুইস তারকা রজার ফেডেরার। ৩৭ বছর বয়সী এই খেলোয়াড় ফেডেরার ৬-২, ৬-৪, ৬-৪ সেটে হারালেন ইতালির লরেঞ্জো সোনগোকে। তিনি বিশ্বের ৭৩ নম্বর খেলোয়াড়। ২০১৫ সালে ফেডেরার শেষ ফরাসি ওপেন খেলেছিলেন।
৩১ বছর বয়সী কেরবার এই নিয়ে ছ’বার ফরাসি ওপেনের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন। জার্মানির এই বাঁ-হাতি খেলোয়াড় ডান পায়ের গোড়ালিতে চোট নিয়ে রোলাঁ গারোয় খেলতে এসেছিলেন। এর আগে চোটের জন্য তিনি ইতালিয়ান ওপেন নাম তুলে নেন। মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে চোট পেয়ে বেরিয়ে যান। বিশ্বের সেরা দশ জন প্লেয়ারের মধ্যে এই প্রথম কাউকে হারালেন পোটাপোভা।