আগামী জুনে হতে যাওয়া উয়েফা নেশন্স লিগের মূল পর্বে রোনাল্ডো যে খেলবেন তা আগেই জানিয়েছিলেন পর্তুগাল কোচ ফার্নান্দো । তারকা ফরোয়ার্ডসহ বেনফিকার হয়ে চমক জাগানো তরুণ জোয়াও ফেলিসকে নিয়ে দল ঘোষণাওহয়ে গেছে ইতিমধ্যে।
উল্লেখ্য, এই প্রতিযোগিতার গ্রুপ পর্যায়ে সিআরসেভেনের সার্ভিস পায়নি ফার্নান্দো স্যান্টোসের দল। সেই সময় জুভেন্তাসের হয়ে খেলতে ব্যস্ত ছিলেন পর্তুগিজ মহাতারকাটি। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর নতুন ক্লাবের পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই ছিল তাঁর লক্ষ্য। তবে নেশনস লিগের সেমি-ফাইনালে রোনাল্ডোর প্রয়োজন রয়েছে। এদিন স্কোয়াড বেছে নেওয়ার পর তিনি বলেন, ‘সুইজারল্যান্ড অবশ্যই কঠিন প্রতিদ্বন্দ্বী। ওদের চ্যালেঞ্জ এড়ানোর জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দরকার। আন্তর্জাতিক ফুটবলে ওর অভিজ্ঞতা আমাদের সম্পদ। সিআরসেভেনের উপস্থিতি বাকিদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে। সদ্যসমাপ্ত মরশুমের পারফরম্যান্স অনুযায়ী স্কোয়াড বেছে নিয়েছি।’ উল্লেখ্য, এই দলে সুযোগ পাননি আদ্রিয়েন সিলভা, ন্যানি ও রিকার্ডো কুরেসমা। হাঁটুর চোটের জন্য বাদ পড়েছেন আন্দ্রে সিলভা।
বেনফিকার হয়ে অভিষেক ম্যাচেই নজরকাড়া পারফরম্যান্সে কোচের আস্থা অর্জন করেছেন ১৯ বছর বয়সী ফেলিস। পর্তুগালের অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা এই উইঙ্গার পর্তুগালের সেরা লিগে দলকে শিরোপা জেতানোর পথে করেছেন ১৫ গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন সাতটি। আগামী ৫ জুন উয়েফা নেশনস লিগের প্রথম সেমি-ফাইনালে পর্তুগাল খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। পরের দিন অর্থাৎ ৬ জুন দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও ইংল্যান্ড। ফাইনাল আগামী ৯ জুন পোর্তোয়।