ইংলিশ চ্যানেল ও রটনেস্ট চ্যানেলকে জয় করে কালনার সায়নী দাসের এবারের লক্ষ্য আরও দুর্গম আমেরিকার ক্যাটালিনা চ্যানেল পেরনো। এই ক্যাটালিনা চ্যানেল যতটা দুর্গম ঠিক ততটাই বিপদজনক। ক্যাটালিনা চ্যানেল যাতে সায়নী হেলায় পেরোতে পারে তার জন্য সম্প্রতি কালনার পুরশ্রী মঞ্চে একটি শুভেচ্ছাজ্ঞাপক অনুষ্ঠানের আয়োজন করেছিল কালনা অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন।
স্বপ্নের তৃতীয় ধাপ পূরণের আগে শুভেচ্ছা চাইলেন সায়নী। কর্ণধার গৌরাঙ্গ গোস্বামী বললেন, “আমরা চাই আমাদের গর্বের সাঁতারু আবার একটা বাধা জিতে কালনার মুখ আরও উজ্জ্বল করুক”। ৩১ কিলোমিটার দীর্ঘ ক্যাটালিনা চ্যানেল পেরোতে সায়নী লস এঞ্জেলেস উড়ে যাবেন ২৬ মে। বুলা চৌধুরির পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ৭ জুন সেখানকার জলে নামবেন সায়নী। সেখানকার জলে যেমন হাঙর থাকে, তেমনি তাপমাত্রাও থাকে ১৬–১৭ ডিগ্রি সেলসিয়াস। বাড়ি লাগোয়া ভাগীরথীতে দীর্ঘ সময় ধরে অনুশীলন চালিয়েছে সায়নী। সায়নীর তৃতীয় স্বপ্ন পূরণের দিকে তাকিয়ে রয়েছে কালনা–সহ বাংলার ক্রীড়ামহল।
তবে সব থেকে বড় শুভেচ্ছাটা সায়নী পেলেন কালনার বিশিষ্ট শিল্পপতি সুশীল মিশ্রর কাছ থেকে। সায়নীর বাবা ও কোচ রাধেশ্যাম দাসের সঙ্গে কথা বলে জানা গেল, ক্যাটালিনা চ্যানেল পার হতে সব মিলিয়ে খরচ প্রায় ৮ লাখ টাকা। প্রবাসী বাঙালি–সহ বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে সাহায্য বাবদ ৫ লাখ টাকা মিলেছে। বাকি ৩ লাখ টাকা দেওয়ার জন্য এগিয়ে এসেছেন সুশীলবাবু। সুশীলবাবু বললেন, “সায়নীর স্বপ্ন পূরণ শুধু অর্থের জন্য আটকে যাবে, এটা শুনে এগিয়ে এসেছি। সবসময় ওর পাশে থাকব”। আর এতো শুভেচ্ছা, আশীর্বাদ আওয়ার পর সায়নী বলছেন, “এইসব মানুষের ভালবাসাকে সম্মান জানাতে আমি ক্যাটালিনা চ্যানেল পার হবই। কোনও বাধা আমার সঙ্কল্পকে আটকাতে পারবে না”।