রাত পোহালেই সপ্তদশ লোকসভা নির্বাচনের ফল প্রকাশ। প্রায় সব কটি সমীক্ষাতেই গেরুয়া ঝড়ের পূর্বাভাস। এই পরিস্থিতিতেও ফুরফুরে মেজাজে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোখে-মুখে টেনশনের ছিটে ফোঁটাও নেই। বুধবার সন্ধ্যায় দিব্যি সিন্থেসাইজারের কি বোর্ডে সুরের মূর্চ্ছনা তুললেন মমতা। তাঁর আঙুলের স্পর্শে বেজে উঠল, ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, মোরে আরো আরো আরো দাও প্রাণ…’
সোশ্যাল মিডিয়ায় সিন্থেসাইজার বাজানোর সেই ভিডিও পোস্ট করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, ‘গণনার দিন সন্নিকটে। মাতৃভূমির জন্য প্রার্থনা করছি। মা-মাটি-মানুষকে গানটি উৎসর্গ করছি।’
প্রশাসনিক কাজ সামলানোর পাশাপাশি কবিতা, গল্প, উপন্যাস, গান ও ছবি আঁকাতেও মমতার স্বচ্ছন্দ যাতায়াত। যখনই অন্যায় দেখেন, তখনই গর্জে ওঠে তাঁর প্রতিবাদী কলম। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে লিখেছিলেন ‘লজ্জিত’ নামে একটি কবিতা। যেখানে নাম না-করে আক্রমণ আছে। বাংলা নিয়ে হুঁশিয়ারি আছে। গেরুয়া সন্ত্রাসে তিনি নিজে যে ‘লজ্জিত’, সেই অকপট স্বীকারোক্তিও রয়েছে। ভোটের শেষলগ্নে মোদীকে নিশানা করে ‘অবিশ্বাস্য কালো’ নামেও কবিতা লিখেছিলেন মমতা। বুধবার বিকালেই লিখেছন ‘জরুরী’ শিরোনামে কবিতা। এবার সিন্থেসাইজারে সুরের মূর্চ্ছনা তুললেন মমতা।