সপ্তদশ লোকসভা নির্বাচন শুরু থেকেই বারবার আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে ইভিএম। কোথাও ইভিএম কারচুপি তো কোথাও ইভিএম বিকল। বারবার দেশের বিরোধীরা একজোটে সরব হয়েছেন ইভিএম নিয়ে। কখনও নির্বাচন কমিশনের কাছে তো কখনও সুপ্রিম কোর্টে তাঁদের অভিযোগ জানিয়ে এসেছে। রাত পোহালেই শুরু হবে নির্বাচনে প্রার্থীদের ভাগ্য গণনা। আর তার আগেই আবারও ইভিএম বিতর্কে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হল। কংগ্রেসের দাবি, বিজেপির কাছে ইভিএম এখন ‘ইলেকশন ভিকট্রি মেশিনে’ পরিণত হয়েছে। একই সঙ্গে ভিভিপ্যাটের গণনা নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে কংগ্রেসের তরফে।
বুধবার নয়াদিল্লিতে কংগ্রেসের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেই সাংবাদিক বৈঠক থেকে দলের মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি ইভিএম বিতর্ক নিয়ে সরব হয়েছেন। তাঁর দাবি, ‘সংবাদমাধ্যম থেকে জানলাম নির্বাচন কমিশন আমাদের দাবি খারিজ করে দিয়েছে। ইভিএম গণনার আগে ভিভিপ্যাট গণনার দাবি জানানো হয়েছিল। কিন্তু কীসের ভিত্তিতে এই দাবি খারিজ করা হল?’
অভিষেক মনু সিংভির দাবি যে তাঁরা নির্বাচন কমিশনে জানিয়েছিলেন ভিভিপ্যাটের সঙ্গে ইভিএমের গরমিল হলে ১০০ শতাংশ ভিভিপ্যাট গণনা হোক। সমস্যা হবে, এই যুক্তি দেখিয়ে কমিশন সেই দাবি খারিজ করেছে বলে জানিয়েছেন ওই কংগ্রেস নেতা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন, সেই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর আরও অভিযোগ যে নির্বাচনী আচরণ বিধিকে বিজেপি নির্বাচনী প্রচার বিধিতে পরিণত করেছে। ইভিএমকে বিজেপি এখন ইলেকশন ভিকট্রি মেশিনে বদলে ফেলেছে। তাঁর প্রশ্ন, ‘কমিশন পক্ষপাতিত্ব করলে তাহলে আর ওই সংস্থার স্বতন্ত্রতা কোথায় রইল?’